সীমান্তে অনুপ্রবেশ বা অস্ত্র আসার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ১১:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪ ৪২ বার পঠিত
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান। বলেছেন, শুধু আরাকান আর্মি নয়, পুরো মিয়ানমারে অনেকগুলো এথনিক গ্রুপ যুদ্ধে লিপ্ত। আরাকান আর্মি আমাদের সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধে লিপ্ত আছে। ফলে সেখানকার কিছু গোলাগুলির শব্দ আমাদের এখানে আসে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি কখনও ক্ষমতায় আসবে না, তা তারা নিশ্চিত ছিল। তাই দলটি ভোটে আসেনি। সরকার উৎখাতে তাদের ডাকে সাধারণ মানুষ সাড়া দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা অভিযোগের প্রসঙ্গেও এ সময় কথা বলেন আসাদুজ্জামান খান। বলেছেন, আইনের বাইরে আমরা কিছু করছি না, স্পষ্ট করে তা বলতে পারি। ড. ইউনূসের ব্যাপারটা সম্পূর্ণ আদালতের ব্যাপার। আদালতের নির্দেশনা যেভাবে আসছে, সেভাবেই কাজ হচ্ছে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার গ্রামীণ টেলিকম ভবনে সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস জানান, ভয়ানক অবস্থার মধ্যে দিন পার করছেন তিনি। গ্রামীণ টেলিকমকে সর্বস্বান্ত করতেই নানাভাবে হয়রানি করা হচ্ছে।
ভবনটিতে ড. ইউনূসের গড়া মোট ১৬টি প্রতিষ্ঠান আছে, যার প্রতিটির চেয়ারম্যান তিনি। এর মধ্যে ৮টি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক জবরদখল করেছে বলে অভিযোগ করেন এ নোবেলবিজয়ী।
এ বিষয়ে প্রতিকার চাইলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা পাওয়া যায়নি বলে এ সময় উল্লেখ করেন ড. ইউনূস।
তিনি দাবি করেন, ব্যবসার মুনাফায় এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে, গ্রামীণ ব্যাংকের টাকায় নয়। আইন মেনেই সব হয়েছে। প্রয়োজনে আদালতের শরনাপন্ন হবেন তিনি।