ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সিওক হেলথকেয়ারের স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
  • আপডেট সময় : ০৭:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ১৪৪ বার পঠিত

ঢাকা : সিওক হেলথকেয়ারের উদ্যোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে হ্যাভেলি সেন্টারের তিনতলায় কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি‌ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সিওক হেলথকেয়ারের ইনফরমেশন সেন্টার এই স্বাস্থ্য সেমিনার আয়োজন করে। অনুষ্ঠানে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি‌ হাসপাতাল, কলকাতার লিভার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডা. রামদিপ রায়, ডাক্তার মানিস কুমার জেইন, ডাক্তার কৃষ্ণা শংকর সিং, ডা. প্রকাশ চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন।

ডা. রামদিপ রয় বলেন, লিভার ট্রান্সপ্লান্ট হল একটি অস্ত্রোপচার পদ্ধতি যেখানে সঠিকভাবে কাজ করে না এমন লিভারটিকে সুস্থ লিভার বা জীবিত দাতা বা মৃত দাতার কাছ থেকে লিভারের একটি অংশ প্রতিস্থাপন করা হয়। একটি লিভার ট্রান্সপ্লান্টকে হেপাটিক ট্রান্সপ্লান্টেশনও বলা হয় যা অসুস্থ লিভারকে অপসারণ করে এবং একটি সুস্থ লিভার দিয়ে প্রতিস্থাপন করা হয়।

ডা. প্রকাশ চন্দ্র মন্ডল জানান মানুষের জীবনধারায় পরিবর্তন ও খারাপ অভ্যাস ত্যাগ, সঠিক ওজন, স্বাস্থ্যকর খাবার, অলস শুয়ে-বসে না থাকা, মানসিক চাপ কমানো, পর্যাপ্ত ও ভালো ঘুম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুস্থ জীবন যাপন সম্ভব।

স্বাস্থ্য সেমিনারে সভাপতিত্ব করেন সিওক হেলথকেয়ারের সিইও এম এম মাসুমুজ্জামান। তিনি বলেন, ‘বাংলাদেশের রোগীদের সেবা ও সহযোগিতায় জন্য অ্যাপোলো মাল্টিস্পেশালিটি‌ হাসপাতালের যেকোনো ধরনের তথ্য এখন ঢাকা বসুন্ধরার এই ইনফরমেশন সেন্টার থেকেই পাওয়া যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ভিডিও কল, টেলিকনফারেন্সসহ প্রাথমিক সব চিকিৎসা সুবিধা বাংলাদেশি রোগীদের নাগালের মধ্যেই রেখেছে সিওক হেলথকেয়ার। ফলে চিকিৎসাপ্রার্থীরা পূর্বেই একটি প্রস্তুতি নিয়ে যেতে পারছেন। এ ছাড়াও চিকিৎসাক্ষেত্রে যাবতীয় সার্বিক সহযোগিতার সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

উল্লেখ্য, সিওক হেলথকেয়ার ঢাকা মেট্রোপলিটন এলাকায় অ্যাপোলো মাল্টিস্পেশালিটি‌ হাসপাতাল, কলকাতার একমাত্র ইনফরমেশন সেন্টার, যা বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে অবস্থিত। এ ছাড়াও খুলনা, যশোর, সাতক্ষীরা, রংপুর ও বরিশালে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি‌ হাসপাতাল, কলকাতার ইনফরমেশন সেন্টার রয়েছে, যা সিওক হেলথকেয়ারের মাধ্যমে পরিচালিত হয়।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ জেডআরসি/ ২০ আগস্ট ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

সিওক হেলথকেয়ারের স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

ঢাকা : সিওক হেলথকেয়ারের উদ্যোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে হ্যাভেলি সেন্টারের তিনতলায় কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি‌ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সিওক হেলথকেয়ারের ইনফরমেশন সেন্টার এই স্বাস্থ্য সেমিনার আয়োজন করে। অনুষ্ঠানে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি‌ হাসপাতাল, কলকাতার লিভার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডা. রামদিপ রায়, ডাক্তার মানিস কুমার জেইন, ডাক্তার কৃষ্ণা শংকর সিং, ডা. প্রকাশ চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন।

ডা. রামদিপ রয় বলেন, লিভার ট্রান্সপ্লান্ট হল একটি অস্ত্রোপচার পদ্ধতি যেখানে সঠিকভাবে কাজ করে না এমন লিভারটিকে সুস্থ লিভার বা জীবিত দাতা বা মৃত দাতার কাছ থেকে লিভারের একটি অংশ প্রতিস্থাপন করা হয়। একটি লিভার ট্রান্সপ্লান্টকে হেপাটিক ট্রান্সপ্লান্টেশনও বলা হয় যা অসুস্থ লিভারকে অপসারণ করে এবং একটি সুস্থ লিভার দিয়ে প্রতিস্থাপন করা হয়।

ডা. প্রকাশ চন্দ্র মন্ডল জানান মানুষের জীবনধারায় পরিবর্তন ও খারাপ অভ্যাস ত্যাগ, সঠিক ওজন, স্বাস্থ্যকর খাবার, অলস শুয়ে-বসে না থাকা, মানসিক চাপ কমানো, পর্যাপ্ত ও ভালো ঘুম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুস্থ জীবন যাপন সম্ভব।

স্বাস্থ্য সেমিনারে সভাপতিত্ব করেন সিওক হেলথকেয়ারের সিইও এম এম মাসুমুজ্জামান। তিনি বলেন, ‘বাংলাদেশের রোগীদের সেবা ও সহযোগিতায় জন্য অ্যাপোলো মাল্টিস্পেশালিটি‌ হাসপাতালের যেকোনো ধরনের তথ্য এখন ঢাকা বসুন্ধরার এই ইনফরমেশন সেন্টার থেকেই পাওয়া যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ভিডিও কল, টেলিকনফারেন্সসহ প্রাথমিক সব চিকিৎসা সুবিধা বাংলাদেশি রোগীদের নাগালের মধ্যেই রেখেছে সিওক হেলথকেয়ার। ফলে চিকিৎসাপ্রার্থীরা পূর্বেই একটি প্রস্তুতি নিয়ে যেতে পারছেন। এ ছাড়াও চিকিৎসাক্ষেত্রে যাবতীয় সার্বিক সহযোগিতার সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

উল্লেখ্য, সিওক হেলথকেয়ার ঢাকা মেট্রোপলিটন এলাকায় অ্যাপোলো মাল্টিস্পেশালিটি‌ হাসপাতাল, কলকাতার একমাত্র ইনফরমেশন সেন্টার, যা বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে অবস্থিত। এ ছাড়াও খুলনা, যশোর, সাতক্ষীরা, রংপুর ও বরিশালে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি‌ হাসপাতাল, কলকাতার ইনফরমেশন সেন্টার রয়েছে, যা সিওক হেলথকেয়ারের মাধ্যমে পরিচালিত হয়।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ জেডআরসি/ ২০ আগস্ট ২০২৩

Facebook Comments Box