সংবাদ শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের কর্মীদের উপর হামলায় আহত ১৫
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
- আপডেট সময় : ১১:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ১১২ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের কর্মীদের উপর হামলা চালিয়েছে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীরা।
বর্তমানে এ বাহিনী সোনারগাঁওয়ের ইপিজেডগুলোর কারখানা মালিকদের জিম্মি করে চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে মান্নান গ্রুপের বিরুদ্ধে।
সোনারগাঁও উপজেলা পরিষদে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রশাসনের নির্ধারিত সময় সকাল ৯টা অতিবাহিত হওয়ার পরও মান্নানপন্থীরা উপজেলা পরিষদে মাঠের বিভিন্ন জায়গায় ওঁৎ পেতে বসে থাকে।
রেজাউল করিমকেসেকাল ১০টায় ফুল দেয়ার সময় নির্ধারন করে দিলেও তিনি আরো ১ ঘণ্টা পর বেলা ১১টায় শহীদ মিনারে যান। এসময় রেজাউল করিমপন্থী বিএনপির নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে অর্তকিতভাবে হামলা চালায় ওঁৎ পেতে থাকা মান্নানের ভাড়াটিয়া সন্ত্রাসীরা।
এসময় আহত হয় প্রায় ১৫ জন। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুষ্পার্ঘ্য অর্পনের পর সোনারগাঁও প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশ নেন অধ্যাপক রেজাউল করিম। এ সময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে একটা গ্রুপ সোনারগাঁওয়ে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তিনি আরো অভিযোগ করেন, বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের সময় মান্নান গ্রুপের সন্ত্রাসীদের হামলায় নোবেলসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক যুবদল মোঃ শাহ আলম মুকুল বলেন, জাতীয় দিবসে ন্যাক্কারজনক ঘটনার সূত্রপাত ঘটিয়েছে মান্নানের লোকজন। এমন হামলার ঘটনার নিন্দা জানাই। এ বিষয়ে অবশ্যই কেন্দ্রে মান্নানের বিরুদ্ধে নালিশ দেওয়া হবে।
এব্যাপারে সোনারগাঁও থানার ওসি এম এ বারী বলেন, সংঘর্ষ না হলে বুঝবেন কিভাবে দেশে রাজনৈতিক দল সক্রিয় আছে।
এ ব্যপারে জানতে বিএনপি নেতা আ. মান্নানকে ফোন করা হলে তার তিনি তা রিসিভ করেননি।
সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, উপজেলা পরিষদের ভিতরে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।শুনেছি গেটের বাইরে দুই গ্রুপে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।
Facebook Comments Box