প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ২:২৭ পি.এম
সাদিপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার লোভে একাধিক মামলার আসামী রমজানের মানববন্ধন
সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান রমজান আলী প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার লোভে লাখ টাকা খরচ করে মানববন্ধন করেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকায়, রমজানের এধরনের কর্মকাণ্ডে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তার ব্যবহৃত মুঠো ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান,তিনি বিএনপির সাবেক সভাপতি থাকলেও আওয়ামিলীগ নেতাদের হাত ধরে নিজের আখের গুছিয়েছেন। এমনকি রমজান মেম্বারের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ ও মামলা। রয়েছে তার বিরুদ্ধে ভূমিদস্যুতেরও ব্যাপক অভিযোগ।
তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়ার দাবিতে প্রচুর অর্থ ব্যয় করে লোকজন দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার(৩ নভেম্বর) সকাল আনুমানিক ১০টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় নিজের আত্বীয় স্বজন ও বিভিন্ন এলাকা থেকে টাকা দিয়ে ভাড়া করে লোক এনে মানববন্ধন করান তিনি।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী অনেকেই অভিযোগ করে বলেন, সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান রমজান আলী টাকা ছাড়া কিছুই বোঝেননা। নাগরিক সনদ, জন্মনিবন্ধন,টি আর, কাবিখা,টু পার্সেন্ট, এলডিবি কাজ থেকে শুরু করে এমন কোন কাজ নেই যেখান থেকে তিনি পার্সেন্টিজ আদায় করেননা। রমজান আলী তার নির্বাচিত ওয়ার্ডে স্কুল, মাদ্রাসা,ঈদগাঁহ কবরস্থানের কোন উন্নয়নের কাজই করেননি। এছারাও বিভিন্ন অভিযোগে মামলায় আসামী হয়েছেন ।
নাম প্রকাশ না করার শর্তে, সাদিপুর ইউনিয়ন পরিষদের অনেকের দাবী তাকে যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া না হয়। তাকে দায়িত্ব দিলে এলাকায় দূর্নীতি আর স্বজন প্রীতির সংখ্যা এবং বালু ভরাট করে জায়গা দখলসহ ভূমিদস্যুতা বেড়ে যাবে।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2024 সারাবেলার সংবাদ. All rights reserved.