ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাত দিনের রিমান্ডে সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৩ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই আদেশ দিয়েছেন।

এর আগে, শনিবার সন্ধ্যায় মি. আজাদকে ধানমন্ডি থেকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।

পরে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

রোববার বিকেলে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

মি. আজাদ ২০১৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। পরের বছর মুখ্য সচিব হন।

এই দায়িত্ব দায়িত্ব পালন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে জামালপুর -৫ আসন থেকে তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।

Facebook Comments Box
ট্যাগস :

সাত দিনের রিমান্ডে সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ

আপডেট সময় : ০৬:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই আদেশ দিয়েছেন।

এর আগে, শনিবার সন্ধ্যায় মি. আজাদকে ধানমন্ডি থেকে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।

পরে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

রোববার বিকেলে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

মি. আজাদ ২০১৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। পরের বছর মুখ্য সচিব হন।

এই দায়িত্ব দায়িত্ব পালন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে জামালপুর -৫ আসন থেকে তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।

Facebook Comments Box