ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সাঁথিয়া ফুটবল মাঠে ২১ তারিখের মাহফিল স্থগিত

পাবনা প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১১৮ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় দালালের মাধ্যমে মুফতি পীর  গিয়াস উদ্দিন আত্ব-তাহেরিকে মাহফিলের দাওয়াত দেয়ায় প্রতারণার শিকার হয়ে ক্ষমা চাইলেন দারুল কোরআন হাফিজিয়া মাদরাসা কর্তৃপক্ষ। সেই সাথে আগামী ২১ তারিখে অনুষ্ঠিতব্য ফুটবল মাঠের জালসা স্থগিত ও জাতীয় নির্বাচনের পরে করা হবে বলে ঘোষণা দেয়া হয়। বুধবার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি সকল কিছুর জন্য  ভুল শিকার করে ক্ষমা চান এবং মাহফিল স্থগিত ঘোষণা করেন কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে এক  ভিডিও বার্তায় মাদরাসার হুজুর হাফেজ এনামুল হক জানান, তাহেরি হুজুরের পিএস পরিচয়দানকারী উল্লাপাড়া তালগাছি এলাকার রাশেদ নামে এক ব্যক্তি মুফতি পীর  গিয়াস উদ্দিন আত্ব-তাহেরিকে ১০ হাজার টাকা অগ্রিম দেয়া হয়। সেই মোতাবেক আগামী ২১ শে ডিসেম্বর পাবনার সাঁথিয়া ফুটবল মাঠ প্রাঙ্গণে জালসার জন্য মুফতি পীর  গিয়াস উদ্দিন আত্ব-তাহেরিকে প্রধান বক্তা হিসেবে পোস্টারও ছাপানো হয়।

এ দিকে বিষয়টি নিয়ে মুফতি পীর  গিয়াস উদ্দিন আত্ব-তাহেরির নজরে এলে তিনি এর তীব্র সমালোচনা করে বলেন,মাহফিল কমিটি আমাকে দাওয়াত না করে জনগণের আবেগকে পুঁজি করে টাকা নিয়ে প্রতারণা করেছেন। আমি একজন দায়িত্বশীল ব্যাক্তি হয়ে অন্যায় মেনে নিতে পারি না ? তিনি আরও বলেন, সারা বাংলা দেশের মানুষ জানে আমার কোন পিএস নাই খাদেমও  নাই। আমি নিজেই পিএস নিজেই খাদেম। তিনি একটি ভিডিও বার্তায় ওই মাদরাসার কর্তৃপক্ষকে বলেন,  এটা পরিবর্তন ও দুঃখ প্রকাশ করে এইরকম ভিডিও বার্তা তাঁর প্রোফাইলে  দিতে বলেন।

তাঁরই  কথামত বুধবার দুপুরে মাদরাসা কর্তৃপক্ষ একটি ভিডিও বার্তা তাহেরীকে দেন সেই সাথে আগামী ২১শে ডিসেম্বর মাহফিলকে স্থগিত ঘোষনা করেন। এ সময় জালসা কর্তৃপক্ষ বলেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আমাদের সাথে, তথা এ এলাকার জনগণের সাথে যে ব্যক্তি প্রতারণা করেছেন তার শাস্তির দাবী জানান।

Facebook Comments Box
ট্যাগস :

সাঁথিয়া ফুটবল মাঠে ২১ তারিখের মাহফিল স্থগিত

আপডেট সময় : ০৫:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

পাবনার সাঁথিয়ায় দালালের মাধ্যমে মুফতি পীর  গিয়াস উদ্দিন আত্ব-তাহেরিকে মাহফিলের দাওয়াত দেয়ায় প্রতারণার শিকার হয়ে ক্ষমা চাইলেন দারুল কোরআন হাফিজিয়া মাদরাসা কর্তৃপক্ষ। সেই সাথে আগামী ২১ তারিখে অনুষ্ঠিতব্য ফুটবল মাঠের জালসা স্থগিত ও জাতীয় নির্বাচনের পরে করা হবে বলে ঘোষণা দেয়া হয়। বুধবার দুপুরে এক ভিডিও বার্তায় তিনি সকল কিছুর জন্য  ভুল শিকার করে ক্ষমা চান এবং মাহফিল স্থগিত ঘোষণা করেন কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে এক  ভিডিও বার্তায় মাদরাসার হুজুর হাফেজ এনামুল হক জানান, তাহেরি হুজুরের পিএস পরিচয়দানকারী উল্লাপাড়া তালগাছি এলাকার রাশেদ নামে এক ব্যক্তি মুফতি পীর  গিয়াস উদ্দিন আত্ব-তাহেরিকে ১০ হাজার টাকা অগ্রিম দেয়া হয়। সেই মোতাবেক আগামী ২১ শে ডিসেম্বর পাবনার সাঁথিয়া ফুটবল মাঠ প্রাঙ্গণে জালসার জন্য মুফতি পীর  গিয়াস উদ্দিন আত্ব-তাহেরিকে প্রধান বক্তা হিসেবে পোস্টারও ছাপানো হয়।

এ দিকে বিষয়টি নিয়ে মুফতি পীর  গিয়াস উদ্দিন আত্ব-তাহেরির নজরে এলে তিনি এর তীব্র সমালোচনা করে বলেন,মাহফিল কমিটি আমাকে দাওয়াত না করে জনগণের আবেগকে পুঁজি করে টাকা নিয়ে প্রতারণা করেছেন। আমি একজন দায়িত্বশীল ব্যাক্তি হয়ে অন্যায় মেনে নিতে পারি না ? তিনি আরও বলেন, সারা বাংলা দেশের মানুষ জানে আমার কোন পিএস নাই খাদেমও  নাই। আমি নিজেই পিএস নিজেই খাদেম। তিনি একটি ভিডিও বার্তায় ওই মাদরাসার কর্তৃপক্ষকে বলেন,  এটা পরিবর্তন ও দুঃখ প্রকাশ করে এইরকম ভিডিও বার্তা তাঁর প্রোফাইলে  দিতে বলেন।

তাঁরই  কথামত বুধবার দুপুরে মাদরাসা কর্তৃপক্ষ একটি ভিডিও বার্তা তাহেরীকে দেন সেই সাথে আগামী ২১শে ডিসেম্বর মাহফিলকে স্থগিত ঘোষনা করেন। এ সময় জালসা কর্তৃপক্ষ বলেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আমাদের সাথে, তথা এ এলাকার জনগণের সাথে যে ব্যক্তি প্রতারণা করেছেন তার শাস্তির দাবী জানান।

Facebook Comments Box