সাঁথিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
- আপডেট সময় : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৫০ বার পঠিত
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমধাপে পাবনার সাঁথিয়া উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে হয়েছে । বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। প্রথমদিকে ভোটারের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।
সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সোহেল রানা খোকন (কাপ পিরিচ) ৩৮ হাজার ৫ শ’ ২৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল (আনারস) পেয়েছেন ৩৪ হাজার ৭ শ’ ১২।
ভাইচ চেয়ারম্যান পদে শামসুল হক স্বপন টিউবওয়েল প্রতিক নিয়ে ৪৬ হাজার ৭, ২১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন । মহিলা ভাইচ চেয়ারম্যান পদে নাসিমা খাতুন ফুটবল প্রতিক নিয়ে ৩০হাজার ২শ ৬৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
সাঁথিয়া উপজেলা মোট ভোটার সংখ্যা — ৩লাখ ২১ হাজার ২৬১ টি।। পুরুষ — ১ লাখ ৬৪ হাজার ৮৫৬ জন। মহিলা — ১ লাখ ৫৬ হাজার ৪০৪ জন। তৃতীয় লিঙ্গ — ০১ জন। ভোট কেন্দ্র সংখ্যা — ৯৩ টি।