পাবনার সাঁথিয়ায় জমিজমা বিরোধের জের ধরে বোনের বাড়িতে হামলা ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে আপন ভাই, বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পৌরসভাধীন দক্ষিন বোয়াইমারী গ্রামে। এ ঘটনায় ভূক্তভোগী সোনিয়া বাদী হয়ে ৩জন নামীয় ও অজ্ঞাত আরও ৪/৫জনের বিরুদ্ধে সাঁথিয়া অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা গেছে , দক্ষিণ বোয়াইলমারী গ্রামের ওবায়দুল ইসলামের মেয়ে সোনিয়া বেগমের সাথে পিতার জমিজমা ও অর্থ সম্পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে সোনিয়ার ভাই মাসুদুল ইসলাম, বোন তানিয়া ইসলাম ও তার স্বামী কাউছারসহ অজ্ঞাত আরও ৪/৫জনকে সঙ্গে করে দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে সোনিয়ার বাড়ির গেটে কোপায়। পরে বাড়িতে ঢুকে বাড়ির টিনের বেড়া কুপিয়ে চেয়ার ভাংচুর করে বাড়ি ছাড়ার হুমকি দেয়। এ সময় তারা ১দিনের মধ্যে বাড়ি না ছাড়লে পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। সোনিয়া নিরুপায় হয়ে ৯৯৯ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা একটি চাইনিজ কুড়াল ফেলে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি । তবে বিষয়টা ওদের পারিবারিক। পিতার জমিজমা ও অর্থ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আমরা চেস্টা করছি বিষয়টা মীমাংসা করা যায় কিনা।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2024 সারাবেলার সংবাদ. All rights reserved.