ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাঁথিয়ায় গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি

পাবনা প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২৭৯ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় এক দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। চোরেরা জানালার গ্রীল কেটে শয়ন কক্ষে ঢুকে আলমারী ভেঙ্গে স্বর্ণালংকারসহ নগদ অর্থ ও মোবাইল সেট নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।রোববার দিবাগত রাতে সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমারী গ্রামের শামসুল আলম ঠান্টু বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির অন্যান্য সদস্যরা অন্য কক্ষে ঘুমাচ্ছিলেন।

ভুক্তভোগী শামসুল আলম ঠান্টু জানায়, প্রতিদিনের মত আমি রাত সাড়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে হঠাৎ জেগে উঠে দেখি আমার পাশে মোবাইল নেই। এর পর দেখি পাশের রুমের দরজা ভিতর থেকে আটকানো। পরে কৌশলে রুমের দরজা খুলে দেখি জিনিসপত্র সব এলোমেলো। জানালার গ্রীল কাটা। বুঝতে আর বাকি রইল না। তিনি বলেন, চোরেরা নগদ ২ লক্ষ টাকা, ৮ ভরি স্বর্ণালংকারসহ প্রায় দশ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাঁথিয়া থানার কর্মরত ডিউটি অফিসার এসআই আব্দুল রউফ বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
ট্যাগস :

সাঁথিয়ায় গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় : ১২:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

পাবনার সাঁথিয়ায় এক দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। চোরেরা জানালার গ্রীল কেটে শয়ন কক্ষে ঢুকে আলমারী ভেঙ্গে স্বর্ণালংকারসহ নগদ অর্থ ও মোবাইল সেট নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল।রোববার দিবাগত রাতে সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমারী গ্রামের শামসুল আলম ঠান্টু বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাড়ির অন্যান্য সদস্যরা অন্য কক্ষে ঘুমাচ্ছিলেন।

ভুক্তভোগী শামসুল আলম ঠান্টু জানায়, প্রতিদিনের মত আমি রাত সাড়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে হঠাৎ জেগে উঠে দেখি আমার পাশে মোবাইল নেই। এর পর দেখি পাশের রুমের দরজা ভিতর থেকে আটকানো। পরে কৌশলে রুমের দরজা খুলে দেখি জিনিসপত্র সব এলোমেলো। জানালার গ্রীল কাটা। বুঝতে আর বাকি রইল না। তিনি বলেন, চোরেরা নগদ ২ লক্ষ টাকা, ৮ ভরি স্বর্ণালংকারসহ প্রায় দশ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাঁথিয়া থানার কর্মরত ডিউটি অফিসার এসআই আব্দুল রউফ বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box