ঢাকা ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাঁথিয়ায় খড়ার জালে পেঁচানো বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল জাহেদ আলীর

পাবনা প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১০৯ বার পঠিত

জালসহ বিষাক্ত সাপ

খড়ার জালে পেঁচানো বিষাক্ত সাপেড় কামড়ে মারা গেছে পাবনার সাঁথিয়া উপজেলার শামুকজানি গ্রামের জাহেদ আলী খাঁ (৬৫)। সেই ওই গ্রামের মৃত আবেদ আলী খাঁর ছেলে । বৃহস্পতিবার ভোর রাতে সে মারা যায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার শামুকজানি গ্রামে।

মৃত জাহেদের ভাগিনা ইলিয়াস খাঁন জানায় বুধবা্র সন্ধারাতে বাড়ির পাশে খড়ায় জাল উঠাতে গিয়ে জালের সাথে পেঁচানো সাপে ছোবল দেয় জাহেদ আলীকে। পরে বাড়ি এসে ঘটনাটি পরিবারকে জানালে তাকে পার্শ্ববতী বেড়া উপজেলা চাকলা ইউনিয়নের পাচুড়ে গ্রামে বেল্লাল কবিরাজের কাছে নিয়ে যায় তার স্বজনেরা। সেখানে কবিরাজ  বিষ নামিয়ে দিলে বাড়িতে আসেন।

রাত ৩টার দিকে হঠাৎ জাহেদ আলী খারাপ লাগার কথা পরিবারকে জানালে তারা অন্য আর এক কবিরাজের কাছে নিয়ে যায়। সে অপারগতা প্রকাশ করলে পরে তাকে প্রথমে বেড়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাবনা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শেষে পাবনা নিয়ে যাওয়ার পথে রাস্তায় সে মারা যায়। তার মৃত্যুকে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এদিকে সাপটিকে কেউ চিনতে না পাড়ায় রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সাথে কথা হলে তিনি সাপটিকে কালাচ সাপ নাম নিশ্চিত করেন। তিনি আরও বলেন,কালাচ সাপ মারাত্বক বিষধর। এ সাপ কামড় দিলে অনেক সময় মানুষ বুঝতে পারে না যে সাপে কেটেছে। তবে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে বাঁচতে পারে। বিষধর যে কোনো সাপ কামড় দিলে কোন ওঝার কাছে না নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন তিনি।

করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খড়ার জালের বিষাক্ত সাপের কামড়ে শামুকজানি গ্রামের জাহেদ আলী খাঁ নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

 

Facebook Comments Box
ট্যাগস :

সাঁথিয়ায় খড়ার জালে পেঁচানো বিষাক্ত সাপের ছোবলে প্রাণ গেল জাহেদ আলীর

আপডেট সময় : ১০:৩৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

খড়ার জালে পেঁচানো বিষাক্ত সাপেড় কামড়ে মারা গেছে পাবনার সাঁথিয়া উপজেলার শামুকজানি গ্রামের জাহেদ আলী খাঁ (৬৫)। সেই ওই গ্রামের মৃত আবেদ আলী খাঁর ছেলে । বৃহস্পতিবার ভোর রাতে সে মারা যায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার শামুকজানি গ্রামে।

মৃত জাহেদের ভাগিনা ইলিয়াস খাঁন জানায় বুধবা্র সন্ধারাতে বাড়ির পাশে খড়ায় জাল উঠাতে গিয়ে জালের সাথে পেঁচানো সাপে ছোবল দেয় জাহেদ আলীকে। পরে বাড়ি এসে ঘটনাটি পরিবারকে জানালে তাকে পার্শ্ববতী বেড়া উপজেলা চাকলা ইউনিয়নের পাচুড়ে গ্রামে বেল্লাল কবিরাজের কাছে নিয়ে যায় তার স্বজনেরা। সেখানে কবিরাজ  বিষ নামিয়ে দিলে বাড়িতে আসেন।

রাত ৩টার দিকে হঠাৎ জাহেদ আলী খারাপ লাগার কথা পরিবারকে জানালে তারা অন্য আর এক কবিরাজের কাছে নিয়ে যায়। সে অপারগতা প্রকাশ করলে পরে তাকে প্রথমে বেড়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে পাবনা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শেষে পাবনা নিয়ে যাওয়ার পথে রাস্তায় সে মারা যায়। তার মৃত্যুকে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এদিকে সাপটিকে কেউ চিনতে না পাড়ায় রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সাথে কথা হলে তিনি সাপটিকে কালাচ সাপ নাম নিশ্চিত করেন। তিনি আরও বলেন,কালাচ সাপ মারাত্বক বিষধর। এ সাপ কামড় দিলে অনেক সময় মানুষ বুঝতে পারে না যে সাপে কেটেছে। তবে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে বাঁচতে পারে। বিষধর যে কোনো সাপ কামড় দিলে কোন ওঝার কাছে না নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন তিনি।

করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খড়ার জালের বিষাক্ত সাপের কামড়ে শামুকজানি গ্রামের জাহেদ আলী খাঁ নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

 

Facebook Comments Box