সাঁথিয়ায় ওএমএসএর চাল ওজনে কম দেয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনকে ৫০হাজার টাকা জরিমান
- আপডেট সময় : ০১:২৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ৫৯২ বার পঠিত
পাবনার সাঁথিয়ায় ওএমএস এর চাউল কম দেয়ার অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। আমজাদ হোসেন উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াতের সমর্থক বলে কথিত রয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ মোখলেছুর রহমান বলেন, আমজাদ হোসেন জামায়াতের কেউ নন।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই ধুলাউড়ি বাজারে অসহায় হতদরিদ্রদের ৩০টাকা দরে ওএমএস এর চাউল ওজনে কম দেয়া হচ্ছে। সেখানে এক অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাই এবং ওজন দিয়ে দেখা যায় ৩০ কেজি চালের জায়গায় ২৮ কেজি দেয়া হচ্ছে। এ অপরাধে সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও সাঁথিয়া বোয়াইমারী বাজারে কয়েকটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে আরও ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, এই ওএমএস এর ডিলার ছিল ধুলাউড়ি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের। ৫ অগাস্ট পট পরিবর্তনের পর আ’লীগ নেতা চাউল দিতে না পারায় প্রথমে বিএনপি নেতাদের দেয়া হয়। পরে তাদের সাথে ঝামেলা হওয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দায়িত্ব নেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সন্জিব কুমার গোস্বামী, উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ সদস্যগণসহ অন্যান্য কর্মচারীগণ।