ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাঁথিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা

পাবনা প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫০ বার পঠিত

পাবনার সাঁথিয়া উপজেলায় সাইফুল ইসলাম(৫৫)নামের এক অটোভ্যান চালককে গলা কেটে হত্যা কেও ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ভ্যান চালক উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যা করে ফেলে রেখে যায় বলে নিশ্চিত করেছেন আতাইকুলা থানা পুলিশ। ঘটনাস্থল থেকে সকালে লাশ উদ্ধার কেও মর্গে প্রেরণ করেছে থানাপুলিশ। বুধবার (১৮সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

আতাইকুলা থানাপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই—ভায়নাপাড়া সড়কের ধান ক্ষেতের পাশে কৃষকেরা মাঠে গেলে গলা কাটা লাশ দেখতে পান। এ সময় তাঁরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বকুল হোসেন জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ দেখি এবং থানা পুলিশক খবর দেওয়া হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।রাতের কোনো এক সময় দুবৃর্ত্তরা ভ্যান ছিনতাইয়ের পর তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং পাবনা সদর থানার এএসপি সার্কেল মাহফুজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
ট্যাগস :

সাঁথিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা

আপডেট সময় : ১০:২১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

পাবনার সাঁথিয়া উপজেলায় সাইফুল ইসলাম(৫৫)নামের এক অটোভ্যান চালককে গলা কেটে হত্যা কেও ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ভ্যান চালক উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। দুর্বৃত্তরা ভ্যান ছিনতাইয়ের পর তাকে হত্যা করে ফেলে রেখে যায় বলে নিশ্চিত করেছেন আতাইকুলা থানা পুলিশ। ঘটনাস্থল থেকে সকালে লাশ উদ্ধার কেও মর্গে প্রেরণ করেছে থানাপুলিশ। বুধবার (১৮সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

আতাইকুলা থানাপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই—ভায়নাপাড়া সড়কের ধান ক্ষেতের পাশে কৃষকেরা মাঠে গেলে গলা কাটা লাশ দেখতে পান। এ সময় তাঁরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণ করে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বকুল হোসেন জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ দেখি এবং থানা পুলিশক খবর দেওয়া হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।রাতের কোনো এক সময় দুবৃর্ত্তরা ভ্যান ছিনতাইয়ের পর তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং পাবনা সদর থানার এএসপি সার্কেল মাহফুজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box