ঢাকা : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকায় বসবাসরত জনগোষ্ঠীর প্রাণের সংগঠন ‘সরাইল সমিতি, ঢাকা’র উদ্যোগে মাহে রামাদানের তাৎপর্য নিয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ এপ্রিল) রাজধানীর পল্টনের হোটেল গ্রান্ড তাজ যেন সরাইলবাসীর মিলন মেলায় পরিণত হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. শাহজাহানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), সিনিয়র সাংবাদিক খন্দকার রফিকুজ্জামান, সংগঠনের কার্যকরী উপদেষ্টা পরিষদের সভাপতি মো. নুর মিয়া, উপদেষ্টা পরিষদ সদস্য ইন্দ্রভূষণ দেব, সিনিয়র সহ-সভাপতি এ জেড নিজাম উদ্দিন ঠাকুর মানু, সহ সভাপতি আতাউল করিম আজিম,
পৃষ্ঠপোষক পরিষদ সদস্য, রাজউকের প্রধান পরিকল্পনাবিদ প্রকৌশলী আশরাফুল ইসলাম শীতল, উপদেষ্টা পরিষদ সদস্য প্রকৌশলী মো. জালাল, সংগঠনের যুগ্ম সম্পাদক ও ডা. আশিষ কুমার চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক মো. শাহীন বক্স, ছাত্র বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ সজিবসহ সরাইলের কৃতি সন্তানেরা।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান কাসেমী। বক্তারা সংগঠনের আসন্ন অভিষেক অনুষ্ঠান ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার উপর গুরুত্ব দেন। এ ছাড়া সবার সহযোগিতায় সমিতির একটি স্থায়ী কার্যালয় ব্যবস্থা করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2024 সারাবেলার সংবাদ. All rights reserved.