প্রতিরোধ ও ভোক্তা অধিকার নিয়ে কাজ করা ভোক্তা অধিকার সংস্থা সিসিএস (কনসাস কনজ্যুমারস সোসাইটি বাংলাদেশ) এর যুব সংগঠন 'কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ' (সিওয়াইবি) এর সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: রাকিবুল ইসলামকে সভাপতি এবং মো: রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৭ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি'এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রওশন আলম রিশাদ। সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক নাসিম উদ্দিন। অর্থ সম্পাদক জাকারিয়া হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান। মিডিয়া সম্পাদক কে. এম. আতিক হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক তানভীর ইসলাম, আইন সম্পাদক মতিউর রহমান। কার্যনির্বাহী সদস্য নাঈম নাজির, হুসাইন আঞ্জুম পান্ত, আব্দুর রব মাসুম, ইকবাল হাসান ইমন, মোঃ মেহেদী হাসান সেজান।
নবগঠিত কমিটির মিডিয়া সম্পাদক কে.এম. আতিক হাসান বলেন,'নবগঠিত কমিটির সকলকে নিয়ে ক্যাম্পাসের খাবারে ভেজাল বা দামে অসঙ্গতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবো। এর আগে সংগঠনটি ক্যাম্পাসে ভোক্তা সংশ্লিষ্ট বিষয়গুলোতে যেভাবে ভূমিকা রেখেছে ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করছি
উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৫১টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2024 সারাবেলার সংবাদ. All rights reserved.