ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সবার মতামত নিয়েই নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব দেয়া হবে: কমিশন প্রধান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ১ বার পঠিত

সবার মতামত গ্রহণ করেই নির্বাচনের বিষয়ে একগুচ্ছ সংস্কার প্রস্তাব তুলে ধরবে কমিশন। যাতে সরকার ও রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারে। এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপে রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

 

বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভূক্ত করা হয়েছিল। পরে এটিকে অসাংবিধানিকভাবে বাতিল করা হয়েছে যাতে ক্ষমতা চিরস্থায়ী করা যায়। তাই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো কথা রাখেনি। তারা বারবার অঙ্গীকার ভঙ্গ করেছে। সব রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা থাকতে হবে। নির্বাচনে রাজনৈতিক দলগুলো পেশীশক্তি বা অর্থের ব্যবহার করলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

Facebook Comments Box
ট্যাগস :

সবার মতামত নিয়েই নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব দেয়া হবে: কমিশন প্রধান

আপডেট সময় : ১০:৫৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

সবার মতামত গ্রহণ করেই নির্বাচনের বিষয়ে একগুচ্ছ সংস্কার প্রস্তাব তুলে ধরবে কমিশন। যাতে সরকার ও রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারে। এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপে রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

 

বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভূক্ত করা হয়েছিল। পরে এটিকে অসাংবিধানিকভাবে বাতিল করা হয়েছে যাতে ক্ষমতা চিরস্থায়ী করা যায়। তাই নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো কথা রাখেনি। তারা বারবার অঙ্গীকার ভঙ্গ করেছে। সব রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা থাকতে হবে। নির্বাচনে রাজনৈতিক দলগুলো পেশীশক্তি বা অর্থের ব্যবহার করলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

Facebook Comments Box