ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় দুই পরিবারের ৮ জন নিহত

পিরোজপুর প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ২ বার পঠিত

ছবি সংগৃহিত

দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরের সদর উপজেলার কদমতলা এলাকায় একটি প্রাইভেট কার খালে পড়ে দুই পরিবারের মোট আট সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই শিশু, যাদের বয়স দুই থেকে ১২ বছরের মধ্যে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাত দুইটার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের নুরানি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মূলত দুইটি পরিবার প্রাইভেট কারে করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণ শেষে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকায় ফিরছিল। পথিমধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় গাড়িটির ভেতর থেকে আটজনকে উদ্ধার করে আনে।

পরে তাদেরকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আট জনকেই মৃত ঘোষণা করেন।

মরদেহগুলো হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় দুই পরিবারের ৮ জন নিহত

আপডেট সময় : ০৫:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুরের সদর উপজেলার কদমতলা এলাকায় একটি প্রাইভেট কার খালে পড়ে দুই পরিবারের মোট আট সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজনই শিশু, যাদের বয়স দুই থেকে ১২ বছরের মধ্যে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাত দুইটার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের নুরানি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মূলত দুইটি পরিবার প্রাইভেট কারে করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণ শেষে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকায় ফিরছিল। পথিমধ্যেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় গাড়িটির ভেতর থেকে আটজনকে উদ্ধার করে আনে।

পরে তাদেরকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আট জনকেই মৃত ঘোষণা করেন।

মরদেহগুলো হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

Facebook Comments Box