শ্রীমঙ্গলে অস্ত্র ও মাদকসহ ৬ যুবক আটক
- আপডেট সময় : ০৯:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ১১৪ বার পঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনীর অভিযানে চুরি, ছিনতাই, মাদক ক্রয়-বিক্রয় ও সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ৬ যুবককে আটক করা হয়েছে।
অভিযানকালে আটককৃত যুবকদের কাছ থেকে নগদ অর্থ, ১৯টি মোবাইল ফোন, মাদক সেবনের সরঞ্জাম, গাজাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃত ৬ যুবক এবং তাদের কাছ থেকে উদ্ধার করা মালামাল শুক্রবার (৮ই নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা।
আটককৃতরা হলেন, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের মকবুল হোসেনের ছেলে মো. ফাহিম (৩০), সোনার বাংলা রোডের, আমির হোসেনের ছেলে মনির হোসেন (২৬), সাতগাঁও এলাকার মো. খোকন মিয়ার ছেলে মো. শিপন মিয়া (২৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার তাজুল ইসলামের ছেলে তানভীর ইসলাম (২১) ও মাধবপুর উপজেলার নূর মিয়ার ছেলে মোখলেস মিয়া (৩০)।
সেনাবাহিনী সূত্রের বরাতে জানা গেছে, শ্রীমঙ্গল সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান সেনাবাহিনীর শ্রীমঙ্গল ক্যাম্পের পক্ষ থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ৬ যুবককে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।