ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোলায় সাংবাদিক ইউনুছ শরীফের উপর হামলা, বিভিন্ন মহলের নিন্দা Logo পাসপোর্ট আনতে গিয়ে সোনারগাঁয়ের দুই যুবক নিহত Logo সৈয়দপুরে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ Logo আইফেল টাওয়ারে অগ্নিকাণ্ড! ১২০০০ পর্যটককে নিরাপদ স্থানে সরান হল Logo সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে: প্রেস সচিব Logo উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত ২ Logo বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের আশাবাদ প্রণয় ভার্মার Logo আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে, ফোনলাপে জ্যাক সুলিভান Logo গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে নেয়া মানা: মির্জা ফখরুল

শেষ দুই টেস্টও খেলা হচ্ছে না শামির

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৭ বার পঠিত

বোর্ডার-গাভাস্কার ট্রফির শুরু থেকেই আলোচনায় ছিল তার খেলার সম্ভাবনা। ঘরোয়া ক্রিকেটে ফেরায় ভারতের আশা ছিল, মোহাম্মদ শামিকে সিরিজের শেষ ভাগে হয়ত পাওয়া যাবে। তবে যথেষ্ট ফিট না হওয়ায় শেষ পর্যন্ত প্রথম তিন ম্যাচের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্ট থেকেও ছিটকে গেছেন অভিজ্ঞ এই পেসার।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্রিসবেন টেস্টের পর শামির ফিটনেসের সবশেষ অবস্থান দেওয়ার জন্য ন্যাশনাল ক্রিকেট একাডেমির দারস্থ হয়েছিলেন। তারই প্রেক্ষিতে সোমবার ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিবৃতি দিয়ে নিশ্চিত করে শামির সিরিজে না খেলার বিষয়টি।

বিসিসিআই বিবৃতিতে বলেছে, “নভেম্বরে মধ্যপ্রদেশের বিপক্ষে বাংলার হয়ে রঞ্জি ট্রফি ম্যাচে শামি ৪৩ ওভার বল করেছিলেন। এরপর তিনি সৈয়দ মুশতাক আলী ট্রফির নয়টি ম্যাচ খেলেন, যেখানে তিনি টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হতে অতিরিক্ত বোলিং সেশনেও অংশ নেন। তার বর্তমান চিকিৎসা মূল্যায়নের ওপর ভিত্তি করে বিসিসিআই মেডিকেল টিম নির্ধারণ করেছে যে, টানা বোলিংয়ের চাপ নেওয়ার নিয়ন্ত্রিত এক্সপোজারের জন্য তার হাঁটুর সেরে উঠতে আরও সময় প্রয়োজন। ফলে, বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুটি টেস্টের জন্য তাকে বিবেচনায় রাখা হয়নি।”

গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে শামি ভারত দলের হয়ে আর ম্যাচ খেলেননি। গত ফেব্রুয়ারিতে তার গোড়ালির চোটের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। বিসিসিআই জানিয়েছে, শামি গোড়ালির চোট থেকে সম্পূর্ণভাবে সেরে উঠেছেন।

গত ২১ ডিসেম্বর থেকে চলমান বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে জন্যও শামিকে বাংলার স্কোয়াডে রাখা হয়নি। বিসিসিআই বিবৃতিতে আরও জানিয়েছে, টুর্নামেন্টে শামির অংশগ্রহণ তার হাঁটুর অবস্থার ওপর নির্ভর করবে।

Facebook Comments Box
ট্যাগস :

শেষ দুই টেস্টও খেলা হচ্ছে না শামির

আপডেট সময় : ০৮:২৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বোর্ডার-গাভাস্কার ট্রফির শুরু থেকেই আলোচনায় ছিল তার খেলার সম্ভাবনা। ঘরোয়া ক্রিকেটে ফেরায় ভারতের আশা ছিল, মোহাম্মদ শামিকে সিরিজের শেষ ভাগে হয়ত পাওয়া যাবে। তবে যথেষ্ট ফিট না হওয়ায় শেষ পর্যন্ত প্রথম তিন ম্যাচের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্ট থেকেও ছিটকে গেছেন অভিজ্ঞ এই পেসার।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্রিসবেন টেস্টের পর শামির ফিটনেসের সবশেষ অবস্থান দেওয়ার জন্য ন্যাশনাল ক্রিকেট একাডেমির দারস্থ হয়েছিলেন। তারই প্রেক্ষিতে সোমবার ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিবৃতি দিয়ে নিশ্চিত করে শামির সিরিজে না খেলার বিষয়টি।

বিসিসিআই বিবৃতিতে বলেছে, “নভেম্বরে মধ্যপ্রদেশের বিপক্ষে বাংলার হয়ে রঞ্জি ট্রফি ম্যাচে শামি ৪৩ ওভার বল করেছিলেন। এরপর তিনি সৈয়দ মুশতাক আলী ট্রফির নয়টি ম্যাচ খেলেন, যেখানে তিনি টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হতে অতিরিক্ত বোলিং সেশনেও অংশ নেন। তার বর্তমান চিকিৎসা মূল্যায়নের ওপর ভিত্তি করে বিসিসিআই মেডিকেল টিম নির্ধারণ করেছে যে, টানা বোলিংয়ের চাপ নেওয়ার নিয়ন্ত্রিত এক্সপোজারের জন্য তার হাঁটুর সেরে উঠতে আরও সময় প্রয়োজন। ফলে, বোর্ডার-গাভাস্কার ট্রফির বাকি দুটি টেস্টের জন্য তাকে বিবেচনায় রাখা হয়নি।”

গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে শামি ভারত দলের হয়ে আর ম্যাচ খেলেননি। গত ফেব্রুয়ারিতে তার গোড়ালির চোটের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। বিসিসিআই জানিয়েছে, শামি গোড়ালির চোট থেকে সম্পূর্ণভাবে সেরে উঠেছেন।

গত ২১ ডিসেম্বর থেকে চলমান বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে জন্যও শামিকে বাংলার স্কোয়াডে রাখা হয়নি। বিসিসিআই বিবৃতিতে আরও জানিয়েছে, টুর্নামেন্টে শামির অংশগ্রহণ তার হাঁটুর অবস্থার ওপর নির্ভর করবে।

Facebook Comments Box