ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শেখ হাসিনা ২০ ডিসেম্বর সিলেট থেকে প্রচারণা শুরু করবেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৬৪ বার পঠিত

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০ ডিসেম্বর সিলেটে অবস্থিত শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর সকালে শেখ হাসিনা সিলেট যাবেন। সেখানে মাজার জিয়ারতের পর, বিকালে তিনি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা করবেন। এটি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার প্রথম জনসভা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই তফসিল মতে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালের ৭ জানুয়ারি।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো ৩০ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রবিবার (১৭ ডিসেম্বর)।আর, ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়ার কথা রয়েছে। বিধি মতে, প্রতীক বরাদ্দের পর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে।

এর আগে, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।

Facebook Comments Box
ট্যাগস :

শেখ হাসিনা ২০ ডিসেম্বর সিলেট থেকে প্রচারণা শুরু করবেন

আপডেট সময় : ০৯:১৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০ ডিসেম্বর সিলেটে অবস্থিত শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, ২০ ডিসেম্বর সকালে শেখ হাসিনা সিলেট যাবেন। সেখানে মাজার জিয়ারতের পর, বিকালে তিনি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা করবেন। এটি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার প্রথম জনসভা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই তফসিল মতে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালের ৭ জানুয়ারি।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো ৩০ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রবিবার (১৭ ডিসেম্বর)।আর, ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়ার কথা রয়েছে। বিধি মতে, প্রতীক বরাদ্দের পর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে।

এর আগে, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর।

Facebook Comments Box