ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার কক্সবাজার থেকে ঢাকায় ছুটবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৪০ বার পঠিত

কক্সবাজার আইকনিক রেল স্টেশন

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টা ৪০ মিনিটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন যাত্রী নিয়ে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে প্রথমবারের মতো রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রী নিয়ে ট্রেনের শুভ যাত্রা উপলক্ষে কক্সবাজার আইকনিক রেল স্টেশন চত্বরে দুপুর সাড়ে ১১ টায় একটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছে রেলপথ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর।

অপরদিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি একইদিন শুক্রবার রাত সাড়ে ১০ টায় কক্সবাজার আইকনিক রেল স্টেশনের উদ্দেশে যাত্রা করবে। কমলাপুর স্টেশনে ট্রেন ছাড়ার আগে কক্সবাজারগামী যাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।

এসব তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার বলেন, ‘কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি প্রথম দিন ১ হাজার ৩৮০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ট্রেনটিতে মোট ২৩ বগী থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কক্সবাজার-ঢাকা রেলপথের দৈর্ঘ্য হচ্ছে প্রায় ৪৮০ কিলোমিটার। কক্সবাজার থেকে ঢাকা রেল স্টেশনে কক্সবাজার এক্সপ্রেস পৌঁছাবে মোট ৮ ঘণ্টা ১০ মিনিটে। একইভাবে ঢাকা থেকে কক্সবাজার স্টেশনে পৌঁছাতে ও এক সময় লাগবে। এ রুটে সর্বনিম্ন ভাড়া হচ্ছে যাত্রী প্রতি ৬ শত ৯০ টাকা।

Facebook Comments Box
ট্যাগস :

শুক্রবার কক্সবাজার থেকে ঢাকায় ছুটবে ট্রেন

আপডেট সময় : ০৯:১৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১২ টা ৪০ মিনিটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেন যাত্রী নিয়ে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে প্রথমবারের মতো রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাত্রী নিয়ে ট্রেনের শুভ যাত্রা উপলক্ষে কক্সবাজার আইকনিক রেল স্টেশন চত্বরে দুপুর সাড়ে ১১ টায় একটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেছে রেলপথ মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর।

অপরদিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি একইদিন শুক্রবার রাত সাড়ে ১০ টায় কক্সবাজার আইকনিক রেল স্টেশনের উদ্দেশে যাত্রা করবে। কমলাপুর স্টেশনে ট্রেন ছাড়ার আগে কক্সবাজারগামী যাত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।

এসব তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান।

কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার বলেন, ‘কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি প্রথম দিন ১ হাজার ৩৮০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ট্রেনটিতে মোট ২৩ বগী থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কক্সবাজার-ঢাকা রেলপথের দৈর্ঘ্য হচ্ছে প্রায় ৪৮০ কিলোমিটার। কক্সবাজার থেকে ঢাকা রেল স্টেশনে কক্সবাজার এক্সপ্রেস পৌঁছাবে মোট ৮ ঘণ্টা ১০ মিনিটে। একইভাবে ঢাকা থেকে কক্সবাজার স্টেশনে পৌঁছাতে ও এক সময় লাগবে। এ রুটে সর্বনিম্ন ভাড়া হচ্ছে যাত্রী প্রতি ৬ শত ৯০ টাকা।

Facebook Comments Box