ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

‘শীর্ষ নিউজ ডটকম’ খুলে দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৫ বার পঠিত

ছবি সংগৃহিত

বন্ধ থাকা অনলাইন নিউজ পোর্টাল ‘শীর্ষ নিউজ ডটকম’ খুলে দেয়ার পাশাপাশি নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শীর্ষ নিউজ ডটকমকে ব্লক রাখা ও নিবন্ধন না দেয়াকে অবৈধ ঘোষণা করে করে বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রায় দেন।

আদালতে শীর্ষ নিউজের সম্পাদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজিব।

আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম বলেন, বিগত সরকারের নির্দেশে শীর্ষ নিউজ ডট কমের প্রকাশ বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। এরপর বার বার যোগাযোগ করেও শীর্ষ নিউজ চালু করা যায়নি। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করলেও নিবন্ধন দেওয়া হয়নি। নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেছিলেন। আজ সে রুল নিষ্পত্তি করে হাইকোর্ট শীর্ষ নিউজ ডট কমকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box
ট্যাগস :

‘শীর্ষ নিউজ ডটকম’ খুলে দিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় : ০৪:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

বন্ধ থাকা অনলাইন নিউজ পোর্টাল ‘শীর্ষ নিউজ ডটকম’ খুলে দেয়ার পাশাপাশি নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শীর্ষ নিউজ ডটকমকে ব্লক রাখা ও নিবন্ধন না দেয়াকে অবৈধ ঘোষণা করে করে বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রায় দেন।

আদালতে শীর্ষ নিউজের সম্পাদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজিব।

আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম বলেন, বিগত সরকারের নির্দেশে শীর্ষ নিউজ ডট কমের প্রকাশ বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। এরপর বার বার যোগাযোগ করেও শীর্ষ নিউজ চালু করা যায়নি। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করলেও নিবন্ধন দেওয়া হয়নি। নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেছিলেন। আজ সে রুল নিষ্পত্তি করে হাইকোর্ট শীর্ষ নিউজ ডট কমকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box