ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শিক্ষককে মারধোর করার প্রতিবাদে শিক্ষক— শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,পাবনা
  • আপডেট সময় : ০৫:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭৭ বার পঠিত

প্রধান শিক্ষককে মারধোরের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনাঃপাবনার সাঁথিয়ায় কাশীনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধোর করার প্রতিবাদে শিক্ষক— শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার(২১সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। তারা বলেন, যে কমিটির লোকজন আমাদের শিক্ষকদের মারধোর করেন, সে কমিটি আামদের দরকার নেই। আমরা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শিবলি সাদেক রাশেদের পদত্যাগ ও শাস্তি চাই। ২৬ বছর শিক্ষকতা করা প্রবীণ শিক্ষকের গায়ে হাত তোলার পরও তিনি এ পর্যন্ত গ্রেফতার হলেন না। এ অপরাধের বিচার না হলে বুঝব, দেশে আইনের শাসন বলে কিছু নেই।

মানববন্ধনে সহকারী শিক্ষককেরা জানান, ম্যানেজিং কমিটির সদস্যগণ প্রতিষ্ঠানের অভিভাবক। তাদের দ্বারা শিক্ষকেরা অপদস্থ হওয়া লজ্জাকর ও দুঃখজনক। এতে আমরা ক্ষুদ্ধ। আমরা চাই দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর কোন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য দ্বারা যেন কোন শিক্ষক নির্যাতনের শিকার না হন সে দাবিও জানান তারা।

প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন বলেন, যেহেতু এটা কম্পিউটার ল্যাবের কাজ। এখানে একজন দক্ষ জনবল দরকার। এখানে কোন অর্থের লেনদেন আমি মেনে নিব না। আমার উপর অন্যায় করা হয়েছে। আমি ন্যায় বিচার চাই।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষককের অফিস কক্ষে আলোচনায় বসেন বিদ্যালয়ের সভাপতি আব্দুল বাতেন মিয়াসহ সহ অন্যান্য সদস্য। এ সময় সদস্য শিবলি সাদেক রাশেদ তার নিজের লোককে অর্থের বিনিময়ে নিয়োগের জন্য ডিজি’র প্রতিনিধির কাছে প্রধান শিক্ষককে তদ্বিরের জন্য যেতে বলেন। এতে প্রধান শিক্ষক রাজী হননি।

এতে সদস্য শিবলি সাদেক রাশেদ ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকরে চোখে প্রচন্ড জোরে ঘুষি মারেন। সদস্য আরিফুল ইসলামও তাকে মারধোর করেন। এতে প্রধান শিক্ষক জ্ঞান হারান। পরে সহকারী শিক্ষকরা তাকে আমাকে হাসপাতালে নিয়ে যান। প্রধান শিক্ষক সাঁথিয়া মামলা দায়ের করেছেন। তবে আসামি গ্রেফতার হয়নি।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতার্(ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার(২০সেপ্টেম্বর) রাতে মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সারাবেলার সংবাদ/ এমকেজেড/ ২১ সেপ্টম্বর ২০২৩

 

Facebook Comments Box
ট্যাগস :

শিক্ষককে মারধোর করার প্রতিবাদে শিক্ষক— শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

পাবনাঃপাবনার সাঁথিয়ায় কাশীনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধোর করার প্রতিবাদে শিক্ষক— শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার(২১সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। তারা বলেন, যে কমিটির লোকজন আমাদের শিক্ষকদের মারধোর করেন, সে কমিটি আামদের দরকার নেই। আমরা বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শিবলি সাদেক রাশেদের পদত্যাগ ও শাস্তি চাই। ২৬ বছর শিক্ষকতা করা প্রবীণ শিক্ষকের গায়ে হাত তোলার পরও তিনি এ পর্যন্ত গ্রেফতার হলেন না। এ অপরাধের বিচার না হলে বুঝব, দেশে আইনের শাসন বলে কিছু নেই।

মানববন্ধনে সহকারী শিক্ষককেরা জানান, ম্যানেজিং কমিটির সদস্যগণ প্রতিষ্ঠানের অভিভাবক। তাদের দ্বারা শিক্ষকেরা অপদস্থ হওয়া লজ্জাকর ও দুঃখজনক। এতে আমরা ক্ষুদ্ধ। আমরা চাই দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর কোন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য দ্বারা যেন কোন শিক্ষক নির্যাতনের শিকার না হন সে দাবিও জানান তারা।

প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন বলেন, যেহেতু এটা কম্পিউটার ল্যাবের কাজ। এখানে একজন দক্ষ জনবল দরকার। এখানে কোন অর্থের লেনদেন আমি মেনে নিব না। আমার উপর অন্যায় করা হয়েছে। আমি ন্যায় বিচার চাই।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষককের অফিস কক্ষে আলোচনায় বসেন বিদ্যালয়ের সভাপতি আব্দুল বাতেন মিয়াসহ সহ অন্যান্য সদস্য। এ সময় সদস্য শিবলি সাদেক রাশেদ তার নিজের লোককে অর্থের বিনিময়ে নিয়োগের জন্য ডিজি’র প্রতিনিধির কাছে প্রধান শিক্ষককে তদ্বিরের জন্য যেতে বলেন। এতে প্রধান শিক্ষক রাজী হননি।

এতে সদস্য শিবলি সাদেক রাশেদ ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকরে চোখে প্রচন্ড জোরে ঘুষি মারেন। সদস্য আরিফুল ইসলামও তাকে মারধোর করেন। এতে প্রধান শিক্ষক জ্ঞান হারান। পরে সহকারী শিক্ষকরা তাকে আমাকে হাসপাতালে নিয়ে যান। প্রধান শিক্ষক সাঁথিয়া মামলা দায়ের করেছেন। তবে আসামি গ্রেফতার হয়নি।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতার্(ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার(২০সেপ্টেম্বর) রাতে মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সারাবেলার সংবাদ/ এমকেজেড/ ২১ সেপ্টম্বর ২০২৩

 

Facebook Comments Box