ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শস্যচিত্রে মেসি

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ৬১ বার পঠিত

ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসির ভক্ত আছে বিশ্বজুড়ে। কিন্তু তার নিজ দেশ আর্জেন্টিনার মানুষ তাকে একটু বেশিই ভালোবাসে। ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর মেসির কদর আরও বেড়ে গেছে যেন বিশ্বজুড়ে।

তার কিছু পাগলাটে ভক্ত বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টিনার ফসলের মাঠে এঁকেছিল তার প্রতিকৃতি। একজন কৃষি প্রকৌশলীর তত্ত্বাবধানে ও ২০ জন কৃষকের সহযোগিতায় করা এ কাজটি আলোড়ন তোলে সে সময়।

শ্রম ও কষ্ট সাধ্য এ কাজের চিন্তা করেন মূলত কৃষি প্রকৌশলী কার্লোস ফারিসেল্লি। বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে বিস্তীর্ণ মাঠজুড়ে শস্যদানা বপন করা হয় প্রথমে। পরে প্রায় দুই মাসের অপেক্ষার পর ধীরে ধীরে ফুটে ওঠে লিওনেল মেসির প্রতিকৃতি।

কার্লোস ফারিসেল্লি সংবাদমাধ্যমকে বলেন, ‘মেসিকে আমরা ভালোবাসি। তাকে ভালোবাসি এ কথা জানানোর জন্য নতুন কিছু করার চিন্তা থেকেই এ কাজে হাত দিয়েছি। আর্জেন্টিনার নানা প্রান্তের ২০ জন অভিজ্ঞ কৃষক আমাকে এ কাজে সহযোগিতা করেছেন।

অ্যালগরিদমের মাধ্যমে বীজ বপনের পর চিন্তায় ছিলাম এ কষ্ট সার্থক হবে কি না। কারণ তখন খরার মৌসুম ছিল। নিয়মিত পরিচর্যায় প্রায় দুই মাস পর আকাশ থেকে ছবি তুলে দেখি, আমরা সফল হয়েছি।’

সারাবেলার সংবাদ/ জেডআরসি/ ১৯ আগস্ট ২০২৩

Facebook Comments Box

শস্যচিত্রে মেসি

আপডেট সময় : ০৪:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসির ভক্ত আছে বিশ্বজুড়ে। কিন্তু তার নিজ দেশ আর্জেন্টিনার মানুষ তাকে একটু বেশিই ভালোবাসে। ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর মেসির কদর আরও বেড়ে গেছে যেন বিশ্বজুড়ে।

তার কিছু পাগলাটে ভক্ত বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টিনার ফসলের মাঠে এঁকেছিল তার প্রতিকৃতি। একজন কৃষি প্রকৌশলীর তত্ত্বাবধানে ও ২০ জন কৃষকের সহযোগিতায় করা এ কাজটি আলোড়ন তোলে সে সময়।

শ্রম ও কষ্ট সাধ্য এ কাজের চিন্তা করেন মূলত কৃষি প্রকৌশলী কার্লোস ফারিসেল্লি। বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে বিস্তীর্ণ মাঠজুড়ে শস্যদানা বপন করা হয় প্রথমে। পরে প্রায় দুই মাসের অপেক্ষার পর ধীরে ধীরে ফুটে ওঠে লিওনেল মেসির প্রতিকৃতি।

কার্লোস ফারিসেল্লি সংবাদমাধ্যমকে বলেন, ‘মেসিকে আমরা ভালোবাসি। তাকে ভালোবাসি এ কথা জানানোর জন্য নতুন কিছু করার চিন্তা থেকেই এ কাজে হাত দিয়েছি। আর্জেন্টিনার নানা প্রান্তের ২০ জন অভিজ্ঞ কৃষক আমাকে এ কাজে সহযোগিতা করেছেন।

অ্যালগরিদমের মাধ্যমে বীজ বপনের পর চিন্তায় ছিলাম এ কষ্ট সার্থক হবে কি না। কারণ তখন খরার মৌসুম ছিল। নিয়মিত পরিচর্যায় প্রায় দুই মাস পর আকাশ থেকে ছবি তুলে দেখি, আমরা সফল হয়েছি।’

সারাবেলার সংবাদ/ জেডআরসি/ ১৯ আগস্ট ২০২৩

Facebook Comments Box