ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

লুটপাটের জন্য সরকার জোর করে ক্ষমতায় আছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৪৯ বার পঠিত

শনিবার দুপুরে দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

দুর্নীতি আর লুটপাটের জন্যই সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (৯ মার্চ) দুপুরে দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন পল্টন এলাকায় ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচি শেষে মির্জা আব্বাস বলেন, এরা সরকার নয়। এরা জনগণের ভোটের বাইরে জোর করে ক্ষমতায় টিকে আছে। ক্ষমতায় আছে এরা- দুর্নীতি, লুটপাট, চুরি, সন্ত্রাসী করার জন্য। মানুষকে কষ্ট দেয়ার জন্যই এরা জোর করে ক্ষমতায় আছে।

তিনি বলেন, জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্যই পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। সরকার এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকার পতনের জন্য দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপির এই নেতা বলেন, শত প্রতিকূলতা থাকলেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে এই সরকারকে মোকাবেলা করবে।

Facebook Comments Box
ট্যাগস :

লুটপাটের জন্য সরকার জোর করে ক্ষমতায় আছে: মির্জা আব্বাস

আপডেট সময় : ০৪:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

দুর্নীতি আর লুটপাটের জন্যই সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (৯ মার্চ) দুপুরে দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন পল্টন এলাকায় ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচি শেষে মির্জা আব্বাস বলেন, এরা সরকার নয়। এরা জনগণের ভোটের বাইরে জোর করে ক্ষমতায় টিকে আছে। ক্ষমতায় আছে এরা- দুর্নীতি, লুটপাট, চুরি, সন্ত্রাসী করার জন্য। মানুষকে কষ্ট দেয়ার জন্যই এরা জোর করে ক্ষমতায় আছে।

তিনি বলেন, জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্যই পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। সরকার এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকার পতনের জন্য দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই জানিয়ে বিএনপির এই নেতা বলেন, শত প্রতিকূলতা থাকলেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে এই সরকারকে মোকাবেলা করবে।

Facebook Comments Box