ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লালন তিরোধান দিবস শুরু আজ

কুষ্টিয়া প্রতিবেদক,
  • আপডেট সময় : ০২:৫৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১৫৯ বার পঠিত

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালনের এই অমরবাণীকে ধারণ করে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৩তম লালন তিরোধান দিবস।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে এরই মধ্যে ভক্ত সাধকরা সমাবেত হয়েছেন। মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার (অক্টোবর ১৭-১৯) পর্যন্ত চলবে লালন তিরোধান দিবসের নানা আয়োজন। লালন একাডেমি, জেলা প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চলবে ৩দিন ব্যাপী এ অনুষ্ঠান ।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে এই আয়োজনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ. কা, ম. সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, কুমারখালী পৌর মেয়র সামসুজ্জামান অরুণ।

আলোচনা সভা শেষে প্রতিদিন রাতে লালনমঞ্চে চলবে লালন সংগীতের আসর। খণ্ড খণ্ড মজমায় চলবে ভাবের আদান-প্রদান আর তত্ত্ব আলোচনা। লালনমঞ্চে লালন একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন উপজেলা শিল্পকলা একাডেমি ও লালনসংগীত শিল্পীদের পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যার পর রাতভর চলবে সংগীতের আসর। সাধু-ভক্ত-অনুসারীরা দুই দিন আগে থেকেই আসতে শুরু করেছেন শাঁইজির তীর্থ ভূমিতে। লালনের গান পরিবেশন করবেন দেশের খ্যাতনামা শিল্পীরা। আখড়াবাড়ির মাঠে বসেছে গ্রামীণ মেলা।

লালন শাহের মাজারের খাদেম মোহাম্মদ আলী শাহ বলেন, মহামতি লালনের সংগীত ও ধর্ম-দর্শন দেশ-বিদেশে গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকেই দোল উৎসব এবং তিরোধান দিবস স্মরণে (১ কার্তিক ১২৯৭) আধ্যাত্মিক দর্শনের গুরু লালন শাহের ভক্ত সাধুরা নিজস্ব ঘরানার রীতিতে আচার অনুষ্ঠানের মধ্যেই সাঁইজিকে স্মরণ করেন। দিনটির জন্য তারা সারা বছর ধরে অপেক্ষা করেন। তাই বাঁধভাঙা সাধুর জোয়ারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সাইজির তীর্থ ধাম। সাঁইজির তীর্থধামে এসে মানবাত্মা ও পরমাত্মার মিলন সন্ধান করেন ভক্ত সাধকরা।

ফকির লালন সাঁইজি একাধারে গীতিকার, সুরকার, গায়ক, বাউল সম্প্রদায়ের গুরু, ধর্ম বর্ণ গোত্র সম্প্রদায়ের ঊর্ধ্বে মানবতাবাদী মনীষী ও লৌকিক ধর্মাচারের অন্যতম পুরোধা। তার গানের বানী দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তৃত। লালন কেবল বাংলাদেশ বা ভারতবর্ষ নয় গোটা বিশ্বের। পৃথিবীর প্রথম সারির অন্তত তিন ডজন বিশ্ববিদ্যালয়ে লালনকে নিয়ে গবেষণা চলছে। লালন গোটা বিশ্বের সম্পদ। লালনকে চর্চা করতে চাইলে সাধু গুরু বাউল ফকিরদের মতো করেই করতে হবে।

লালন একাডেমি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. এহেতেশাম রেজা। তিনি জানান, এখানে দেশ বিদেশ থেকে আগত ভক্ত অনুসারী বাউল সাধকদের আচার অনুষ্ঠান পালনের সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাদের খাবার, সৌচকার্য, স্থান সংকুলানসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব রকম প্রস্তুতি রাখা হয়েছে। আশা করি, সবকিছু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শেষ করতে পারব।’

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ১৭ অক্টোবর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

লালন তিরোধান দিবস শুরু আজ

আপডেট সময় : ০২:৫৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালনের এই অমরবাণীকে ধারণ করে আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৩তম লালন তিরোধান দিবস।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে এরই মধ্যে ভক্ত সাধকরা সমাবেত হয়েছেন। মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার (অক্টোবর ১৭-১৯) পর্যন্ত চলবে লালন তিরোধান দিবসের নানা আয়োজন। লালন একাডেমি, জেলা প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চলবে ৩দিন ব্যাপী এ অনুষ্ঠান ।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে এই আয়োজনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ. কা, ম. সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, কুমারখালী পৌর মেয়র সামসুজ্জামান অরুণ।

আলোচনা সভা শেষে প্রতিদিন রাতে লালনমঞ্চে চলবে লালন সংগীতের আসর। খণ্ড খণ্ড মজমায় চলবে ভাবের আদান-প্রদান আর তত্ত্ব আলোচনা। লালনমঞ্চে লালন একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন উপজেলা শিল্পকলা একাডেমি ও লালনসংগীত শিল্পীদের পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যার পর রাতভর চলবে সংগীতের আসর। সাধু-ভক্ত-অনুসারীরা দুই দিন আগে থেকেই আসতে শুরু করেছেন শাঁইজির তীর্থ ভূমিতে। লালনের গান পরিবেশন করবেন দেশের খ্যাতনামা শিল্পীরা। আখড়াবাড়ির মাঠে বসেছে গ্রামীণ মেলা।

লালন শাহের মাজারের খাদেম মোহাম্মদ আলী শাহ বলেন, মহামতি লালনের সংগীত ও ধর্ম-দর্শন দেশ-বিদেশে গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকেই দোল উৎসব এবং তিরোধান দিবস স্মরণে (১ কার্তিক ১২৯৭) আধ্যাত্মিক দর্শনের গুরু লালন শাহের ভক্ত সাধুরা নিজস্ব ঘরানার রীতিতে আচার অনুষ্ঠানের মধ্যেই সাঁইজিকে স্মরণ করেন। দিনটির জন্য তারা সারা বছর ধরে অপেক্ষা করেন। তাই বাঁধভাঙা সাধুর জোয়ারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সাইজির তীর্থ ধাম। সাঁইজির তীর্থধামে এসে মানবাত্মা ও পরমাত্মার মিলন সন্ধান করেন ভক্ত সাধকরা।

ফকির লালন সাঁইজি একাধারে গীতিকার, সুরকার, গায়ক, বাউল সম্প্রদায়ের গুরু, ধর্ম বর্ণ গোত্র সম্প্রদায়ের ঊর্ধ্বে মানবতাবাদী মনীষী ও লৌকিক ধর্মাচারের অন্যতম পুরোধা। তার গানের বানী দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তৃত। লালন কেবল বাংলাদেশ বা ভারতবর্ষ নয় গোটা বিশ্বের। পৃথিবীর প্রথম সারির অন্তত তিন ডজন বিশ্ববিদ্যালয়ে লালনকে নিয়ে গবেষণা চলছে। লালন গোটা বিশ্বের সম্পদ। লালনকে চর্চা করতে চাইলে সাধু গুরু বাউল ফকিরদের মতো করেই করতে হবে।

লালন একাডেমি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. এহেতেশাম রেজা। তিনি জানান, এখানে দেশ বিদেশ থেকে আগত ভক্ত অনুসারী বাউল সাধকদের আচার অনুষ্ঠান পালনের সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাদের খাবার, সৌচকার্য, স্থান সংকুলানসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব রকম প্রস্তুতি রাখা হয়েছে। আশা করি, সবকিছু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে শেষ করতে পারব।’

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ১৭ অক্টোবর ২০২৩

Facebook Comments Box