র্যাঙ্কিংয়ে নিজের সেরা অবস্থানে মাহেদি, ৮৫ ধাপ উন্নতি জাকেরের
- আপডেট সময় : ০৮:৩৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৫ বার পঠিত
ওয়েস্ট ইন্ডিজেকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পেছনে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। পুরো সিরিজেই বল হাতে দারুণ ছন্দে থাকা শেখ মাহেদি হাসান পেলেন এর দারুণ স্বীকৃতি। টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে চলে এসেছেন বাংলাদেশের এই অফ স্পিনার। প্রথমবারের মত ১০ নম্বর স্থানে এখন মাহেদি। আর দুর্দান্ত ব্যাটিং করা জাকের আলি অনিক দিয়েছেন বড় লাফ, উন্নতি করেছেন ৮৫ ধাপ, এসেছেন শীর্ষ ১০০ জনের তালিকায়।
বুধবার প্রকাশিত হয়েছে আইসিসির সাপ্তাহিক হালনাগাদ। আর সেখানে ১৩ ধাপ এগিয়ে শীর্ষ দশের মধ্যে চলে এসেছেন মাহেদি। এক্ষেত্রে বিবেচনায় সিরিজের শেষ দুই ম্যাচে পারফরম্যান্স। প্রথম ম্যাচে চার উইকেট নেওয়ার পর এই দুই ম্যাচে আরও চার উইকেট শিকার করেন এই ডানহাতি স্পিনার। মাহেদির রেটিং পয়েন্ট ৬৩৬।
অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ শেষ দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে চলে এসেছেন সেরা বিশের মধ্যে। মাহেদির ঠিক পরের স্থানেই আছেন তিনি। ৭ ধাপ এগিয়েছেন তিনি। রেটিং পয়েন্ট ৬৩০।
২১ ধাপ উন্নতি করে সেরা বিশে এসেছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। ২১ ধাপ উন্নতিতে তার অবস্থান ১৭তম। এই সিরিজ না খেলা মুস্তাফিজুর রহমান ৭ ধাপ পিছিয়ে চলে গেছেন ২৬তম স্থানে।
তবে বড় উন্নতি করেছেন তরুণ পেসার হাসান মাহমুদ। ২৩ ধাপ এগিয়ে এখন তার অবস্থান ২৪তম। ১৬ ধাপ উন্নতিতে যৌথভাবে ৪৫তম স্থানে এখন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।
ব্যাটারদের মধ্যে বাংলাদেসের সেরা ছিলেন জাকের। সিরিজে সর্বোচ্চ ১২০ রান করার পথে ঝড় তোলেন শেষ ম্যাচে। খেলেন ক্যারিয়ার সেরা ৭২ রানের ইনিংস। কেন উইলিয়ামসনের সঙ্গে যৌথভাবে ৮৭ নম্বরে আছেন ডানহাতি এই ব্যাটার। দুজনের রেটিং পয়েন্ট ৩৯১।
ব্যাটারদের তালিকায় সেরা ৩০-মধ্যে নেই বাংলাদেশের কোনো ব্যাটার। পুরো ক্যারিবিয়ান সফর মিস করা তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩১ নম্বরে। ২০ ওভারে সিরিজে অধিনায়কত্ব করা লিটন দাস তিন ম্যাচেই ছিলেন ব্যর্থ। এক ধাপ পিছিয়ে তার অবস্থান এখন ৪৭তম।
সিরিজে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখেন মাহেদি। ব্যাট হাতে করেন ৩৭ রান। এতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ১০ ধাপ উন্নতি হয়েছে তার। এখন আছেন ৩০তম স্থানে।