ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা? Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু আজ Logo বাড়তে পারে ঈদ ও পূজার সরকারি ছুটি Logo আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন শুরু

রোববার ভারত-পাকিস্তান মহারণ

ক্রীড়াঙ্গন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ২০ বার পঠিত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। ঐতিহ্য, অহং আর আগ্রাসনের মিশেলে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় লড়াই ভারত-পাকিস্তানের দ্বৈরথ। এবারের এশিয়া কাপে সেই উত্তেজনার আঁচ অর্ধেকটা গায়ে মাখতে পেরেছিল দর্শকরা। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে দু’দলের লড়াই অমীমাংসিত থাকে বৃষ্টির বাধায়।

আগামীকাল রোববার (১০ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে আবারও লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সুপার ফোরে এটি ভারতের প্রথম ম্যাচ হলেও পাকিস্তানের দ্বিতীয়। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে জিতেছেন বাবর আজমরা।

দলের সবাই বেশ আত্মবিশ্বাসী। বর্তমানে ওয়ানডের এক নম্বর দল পাকিস্তান। ম্যাচের আগে নিজেদের খানিকটা এগিয়ে রাখছেন পাকিস্তান অধিনায়ক বাবর। পরিস্থিতি বিবেচনায় নিজেদের ভারতের চেয়ে কিছুটা এগিয়ে রাখছেন তিনি। টানা ভ্রমণের ওপর আছে পাকিস্তান। এশিয়া কাপের তিন ম্যাচেই তারা ভ্রমণ করেছে। প্রথম ম্যাচ পাকিস্তানে, ভারতের বিপক্ষে পরের ম্যাচ শ্রীলঙ্কায়, বাংলাদেশের বিপক্ষে আবার পাকিস্তানে খেলার পর এখন তারা শ্রীলঙ্কায়।

বাবর বলেন, ‘এটা আমরা সবাই জানতাম। সেভাবেই সবাই মানসিকভাবে প্রস্তুত হয়েছে। আপনি যখন জানবেন, এভাবে চলতে হবে ও ভ্রমণ করতে হবে; তখন সেটি মাঠে খুব একটা ক্লান্তি অনুভব করাতে পারে না। আমরা টানা খেলার ওপর আছি। শ্রীলঙ্কায়ও টেস্ট খেলেছি, এশিয়া কাপ খেললাম। যা আমাদের ভারতের চেয়ে এগিয়ে রাখবে।’ যদিও, যে কোনো প্রতিযোগিতায় ভারত সবসময় ফেভারিট থাকে। ভারতের ব্যাটিং লাইনআপ বিশ্বের অন্যতম সেরা।

অন্যদিকে, পাকিস্তানের পেস আক্রমণ এখন তর্কাকীতভাবে বিশ্বের সেরা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তিন পাকিস্তানি পেসার মিলে তুলে নিয়েছিলেন ভারতের ১০ উইকেটের সবকটি। কালকের ম্যাচেও লড়াইটা হবে ভারতের ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তানের বোলিংয়ের। এ ম্যাচে একাদশে ফিরতে পারেন ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। ফিরবেন পেসার জাসপ্রিত বুমরাহ।

তাদের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে ভারতের একাদশে । তবে, এ ম্যাচেও রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। সঙ্গে হতে পারে বজ্রপাত। যাতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। তাই, এ ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ। পাকিস্তানের সম্ভাব্য একাদশ : বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, ইপতেখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ৯ সেপ্টম্বর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

রোববার ভারত-পাকিস্তান মহারণ

আপডেট সময় : ১১:২৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। ঐতিহ্য, অহং আর আগ্রাসনের মিশেলে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় লড়াই ভারত-পাকিস্তানের দ্বৈরথ। এবারের এশিয়া কাপে সেই উত্তেজনার আঁচ অর্ধেকটা গায়ে মাখতে পেরেছিল দর্শকরা। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে দু’দলের লড়াই অমীমাংসিত থাকে বৃষ্টির বাধায়।

আগামীকাল রোববার (১০ সেপ্টেম্বর) সুপার ফোরের ম্যাচে আবারও লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সুপার ফোরে এটি ভারতের প্রথম ম্যাচ হলেও পাকিস্তানের দ্বিতীয়। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে জিতেছেন বাবর আজমরা।

দলের সবাই বেশ আত্মবিশ্বাসী। বর্তমানে ওয়ানডের এক নম্বর দল পাকিস্তান। ম্যাচের আগে নিজেদের খানিকটা এগিয়ে রাখছেন পাকিস্তান অধিনায়ক বাবর। পরিস্থিতি বিবেচনায় নিজেদের ভারতের চেয়ে কিছুটা এগিয়ে রাখছেন তিনি। টানা ভ্রমণের ওপর আছে পাকিস্তান। এশিয়া কাপের তিন ম্যাচেই তারা ভ্রমণ করেছে। প্রথম ম্যাচ পাকিস্তানে, ভারতের বিপক্ষে পরের ম্যাচ শ্রীলঙ্কায়, বাংলাদেশের বিপক্ষে আবার পাকিস্তানে খেলার পর এখন তারা শ্রীলঙ্কায়।

বাবর বলেন, ‘এটা আমরা সবাই জানতাম। সেভাবেই সবাই মানসিকভাবে প্রস্তুত হয়েছে। আপনি যখন জানবেন, এভাবে চলতে হবে ও ভ্রমণ করতে হবে; তখন সেটি মাঠে খুব একটা ক্লান্তি অনুভব করাতে পারে না। আমরা টানা খেলার ওপর আছি। শ্রীলঙ্কায়ও টেস্ট খেলেছি, এশিয়া কাপ খেললাম। যা আমাদের ভারতের চেয়ে এগিয়ে রাখবে।’ যদিও, যে কোনো প্রতিযোগিতায় ভারত সবসময় ফেভারিট থাকে। ভারতের ব্যাটিং লাইনআপ বিশ্বের অন্যতম সেরা।

অন্যদিকে, পাকিস্তানের পেস আক্রমণ এখন তর্কাকীতভাবে বিশ্বের সেরা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তিন পাকিস্তানি পেসার মিলে তুলে নিয়েছিলেন ভারতের ১০ উইকেটের সবকটি। কালকের ম্যাচেও লড়াইটা হবে ভারতের ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তানের বোলিংয়ের। এ ম্যাচে একাদশে ফিরতে পারেন ভারতীয় ব্যাটার লোকেশ রাহুল। ফিরবেন পেসার জাসপ্রিত বুমরাহ।

তাদের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে ভারতের একাদশে । তবে, এ ম্যাচেও রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। সঙ্গে হতে পারে বজ্রপাত। যাতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে। তাই, এ ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ। পাকিস্তানের সম্ভাব্য একাদশ : বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, ইপতেখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ৯ সেপ্টম্বর ২০২৩

Facebook Comments Box