ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাস্তায় পুলিশ সদস্যকে লাথি-ঘুষি, নারী আটক

রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময় : ১০:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৫৬ বার পঠিত

রাজশাহীতে রাস্তায় পুলিশ সদস্যকে লাথি-ঘুষি মেরে লাঞ্ছিতের অভিযোগে নারী আটক

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত এক ট্রাফিক সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রানী (৪৫) নামে এক নারীর বিরুদ্ধে। পরে ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর গনকপাড়া মোড়ের হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, যানজট নিয়ন্ত্রণে রাস্তায় বেরিকেড দিয়ে যানবাহন শহরের জিরো পয়েন্টে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। সেখানে রিকশার যাত্রী রানী নামের ওই নারী বেরিকেড অতিক্রম করে যেতে চাইলে ট্রাফিক কনস্টেবল বজলু তাকে বাধা দেন। এতে বিরক্ত হয়ে ওই নারী পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

‘একপর্যায়ে ট্রাফিক কনস্টেবলকে লাথি-ঘুষিসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই নারী। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক সার্জেন্ট ফিরোজ বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেন। বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে রিকশার যাত্রী রানীকে পুলিশ হেফাজতে নেন।’

উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, তবে ওই নারীর পরিবার দাবি করছেন রানি মানসিক ভাবে অসুস্থ। তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের এমন দাবির প্রেক্ষিতে চিকিৎসাপত্র আনতে বলা হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :

রাস্তায় পুলিশ সদস্যকে লাথি-ঘুষি, নারী আটক

আপডেট সময় : ১০:০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত এক ট্রাফিক সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রানী (৪৫) নামে এক নারীর বিরুদ্ধে। পরে ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর গনকপাড়া মোড়ের হোটেল রহমানিয়ার সামনে এ ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, যানজট নিয়ন্ত্রণে রাস্তায় বেরিকেড দিয়ে যানবাহন শহরের জিরো পয়েন্টে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। সেখানে রিকশার যাত্রী রানী নামের ওই নারী বেরিকেড অতিক্রম করে যেতে চাইলে ট্রাফিক কনস্টেবল বজলু তাকে বাধা দেন। এতে বিরক্ত হয়ে ওই নারী পুলিশ সদস্য বজলুর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

‘একপর্যায়ে ট্রাফিক কনস্টেবলকে লাথি-ঘুষিসহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই নারী। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক সার্জেন্ট ফিরোজ বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেন। বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে রিকশার যাত্রী রানীকে পুলিশ হেফাজতে নেন।’

উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, তবে ওই নারীর পরিবার দাবি করছেন রানি মানসিক ভাবে অসুস্থ। তিনি পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের এমন দাবির প্রেক্ষিতে চিকিৎসাপত্র আনতে বলা হয়েছে।

Facebook Comments Box