ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পুলিশ সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে যুবককে অপরহরণ অভিযোগ সাঁথিয়ায় Logo হত্যাচেষ্টায় দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলা Logo সোনারগাঁয়ে শীর্তাতদের মাঝে কম্বল বিতরন Logo রাত হলেই আকণ্ঠ মদ্যপান, নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন কেন? নিজেই জানালেন আমির খান Logo র‌্যাঙ্কিংয়ে নিজের সেরা অবস্থানে মাহেদি, ৮৫ ধাপ উন্নতি জাকেরের Logo পর্যটকদের গাড়িতে লাফ দিয়ে উঠল সিংহী, ঝাঁপিয়ে পড়ল যাত্রীদের উপর! Logo হাসিনার প্রত্যর্পণ চেয়ে চিঠি: আইনি দিক খতিয়ে দেখেই ঢাকাকে জবাব, সিদ্ধান্ত নয়াদিল্লির Logo ইজতেমার মাঠে বর্বর হামলার প্রতিবাদে সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল Logo সৈয়দপুরে স্বামীর হাতে স্ত্রী খুন Logo চাঁদপুরে জাহাজে ৭ খুনের রোমহর্ষক বর্ণনা

রাত হলেই আকণ্ঠ মদ্যপান, নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন কেন? নিজেই জানালেন আমির খান

আনন্দলোক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৯ বার পঠিত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ তিনি। অভিনয় নিয়ে তাঁর খুঁতখুঁতে স্বভাবের কথা অনেকেই জানেন। কিন্তু ব্যক্তিগত জীবনে একটা সময়ে মদে ডুবে থাকতেন আমির খান। মদ্যপানের সময় খেয়াল থাকত না কোনও দিকে, থাকত না পানের পরিসীমা। নিজের আকণ্ঠ মদ্যপানের কথা নিজেই জানান আমির খান। এ-ও জানিয়েছিলেন, জীবনে নাকি মধ্যপন্থা নিতেই পারেন না তিনি। যেটাই করেন, চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। মদ্যপানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে।

নানা পটেকরের সঙ্গে এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন আমির। সেখানেই মদ্যপান নিয়ে কথা বলেছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমির কি সময়ানুবর্তিতা মেনে চলেন? প্রশ্ন করেছিলেন নানা পটেকর। উত্তরে আমির বলেছিলেন, “হ্যাঁ আমি সময় মেনে চলি। কাজের জায়গায় সঠিক সময়ে পৌঁছে যাই। পেশার ক্ষেত্রে আমি খুবই নিয়মানুবর্তিতা মেনে চলি। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি অলস। বেশ কিছু বদঅভ্যাসও রয়েছে। আমি পাইপে ধূমপান করি। এখন আর আমি মদ্যপান করি না। কিন্তু একটা সময় আমি খুবই মদ্যপান করতাম। সেই সময় আমি সারা রাত মদ্যপান করতাম।”

অভিনেতা আরও বলেন, “সমস্যাটা হল, আমি যে কাজটা করি, সেটা অনবরত করতেই থাকি। মধ্যপন্থা বলে কিছু নেই আমার অভিধানে। তবে এটা মোটেই ভাল অভ্যাস নয়। সেটা আমি বুঝে গিয়েছি।” তবে ছবি নির্মাণের ক্ষেত্রে বা অভিনয়ের ক্ষেত্রে তাঁর কোনও সমস্যা হয় না। এই প্রসঙ্গেও অভিনেতার মত, “আমি সিদ্ধান্ত নিয়েছি, বছরে একটাই ছবি করব। আমি একটা ছবি বানাতেই তিন বছর কাটিয়ে দেব।”

আমিরকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জ়মিন পর’ ছবি নিয়ে ব্যস্ত।

Facebook Comments Box
ট্যাগস :

রাত হলেই আকণ্ঠ মদ্যপান, নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন কেন? নিজেই জানালেন আমির খান

আপডেট সময় : ০৯:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ তিনি। অভিনয় নিয়ে তাঁর খুঁতখুঁতে স্বভাবের কথা অনেকেই জানেন। কিন্তু ব্যক্তিগত জীবনে একটা সময়ে মদে ডুবে থাকতেন আমির খান। মদ্যপানের সময় খেয়াল থাকত না কোনও দিকে, থাকত না পানের পরিসীমা। নিজের আকণ্ঠ মদ্যপানের কথা নিজেই জানান আমির খান। এ-ও জানিয়েছিলেন, জীবনে নাকি মধ্যপন্থা নিতেই পারেন না তিনি। যেটাই করেন, চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। মদ্যপানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে।

নানা পটেকরের সঙ্গে এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন আমির। সেখানেই মদ্যপান নিয়ে কথা বলেছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমির কি সময়ানুবর্তিতা মেনে চলেন? প্রশ্ন করেছিলেন নানা পটেকর। উত্তরে আমির বলেছিলেন, “হ্যাঁ আমি সময় মেনে চলি। কাজের জায়গায় সঠিক সময়ে পৌঁছে যাই। পেশার ক্ষেত্রে আমি খুবই নিয়মানুবর্তিতা মেনে চলি। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি অলস। বেশ কিছু বদঅভ্যাসও রয়েছে। আমি পাইপে ধূমপান করি। এখন আর আমি মদ্যপান করি না। কিন্তু একটা সময় আমি খুবই মদ্যপান করতাম। সেই সময় আমি সারা রাত মদ্যপান করতাম।”

অভিনেতা আরও বলেন, “সমস্যাটা হল, আমি যে কাজটা করি, সেটা অনবরত করতেই থাকি। মধ্যপন্থা বলে কিছু নেই আমার অভিধানে। তবে এটা মোটেই ভাল অভ্যাস নয়। সেটা আমি বুঝে গিয়েছি।” তবে ছবি নির্মাণের ক্ষেত্রে বা অভিনয়ের ক্ষেত্রে তাঁর কোনও সমস্যা হয় না। এই প্রসঙ্গেও অভিনেতার মত, “আমি সিদ্ধান্ত নিয়েছি, বছরে একটাই ছবি করব। আমি একটা ছবি বানাতেই তিন বছর কাটিয়ে দেব।”

আমিরকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ‘সিতারে জ়মিন পর’ ছবি নিয়ে ব্যস্ত।

Facebook Comments Box