ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা? Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু আজ Logo বাড়তে পারে ঈদ ও পূজার সরকারি ছুটি Logo আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন শুরু

রাজশাহীতে মারা যাওয়া দুই বোন নিপাহ আক্রান্ত ছিল না

রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ০৬:৪৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৭২ বার পঠিত

মারিশা ও মাশিয়া

রাজশাহীতে তিন দিনের ব্যবধানে মৃত দুই শিশু নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিল না। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার পর রিপোর্টে এমন তথ্য মিলেছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা তাদের বাবা-মায়ের রিপোর্টও নেগেটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। অন্য কোনো ভাইরাস বা রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে কিনা, তাও পরীক্ষা করা হবে বলে তিনি জানান।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিপাহ আইসোলেশন ওয়ার্ডের ইনচার্জ ডা. মাহবুব জানান, ভাইরাস শনাক্ত না হওয়ায় দুই শিশুর বাবা-মা মনজুর রহমান ও পলি খাতুনকে অন্য ওয়ার্ডে নেয়া হবে। শারীরিক অবস্থা ভালো থাকলে তাদের ছেড়েও দেয়া হতে পারে।

এরআগে, তিন দিনের ব্যবধানে মারা যায় দুই বছর বয়সের শিশু মারিশা ও ৫ বছর বয়সী মাশিয়া নামের দুই বোন। গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হয় মারিশা। ঘন ঘন বমি হওয়ায় তাকে রাজশাহীর সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার অনেকটা একইরকম উপসর্গ নিয়ে মাশিয়াকেও ভর্তি করা হয় রাজশাহী সিএমএইচে। পরে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শনিবার মারা যায় মাশিয়াও।

Facebook Comments Box
ট্যাগস :

রাজশাহীতে মারা যাওয়া দুই বোন নিপাহ আক্রান্ত ছিল না

আপডেট সময় : ০৬:৪৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪

রাজশাহীতে তিন দিনের ব্যবধানে মৃত দুই শিশু নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিল না। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার পর রিপোর্টে এমন তথ্য মিলেছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা তাদের বাবা-মায়ের রিপোর্টও নেগেটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। অন্য কোনো ভাইরাস বা রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে কিনা, তাও পরীক্ষা করা হবে বলে তিনি জানান।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিপাহ আইসোলেশন ওয়ার্ডের ইনচার্জ ডা. মাহবুব জানান, ভাইরাস শনাক্ত না হওয়ায় দুই শিশুর বাবা-মা মনজুর রহমান ও পলি খাতুনকে অন্য ওয়ার্ডে নেয়া হবে। শারীরিক অবস্থা ভালো থাকলে তাদের ছেড়েও দেয়া হতে পারে।

এরআগে, তিন দিনের ব্যবধানে মারা যায় দুই বছর বয়সের শিশু মারিশা ও ৫ বছর বয়সী মাশিয়া নামের দুই বোন। গত মঙ্গলবার জ্বরে আক্রান্ত হয় মারিশা। ঘন ঘন বমি হওয়ায় তাকে রাজশাহীর সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার অনেকটা একইরকম উপসর্গ নিয়ে মাশিয়াকেও ভর্তি করা হয় রাজশাহী সিএমএইচে। পরে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শনিবার মারা যায় মাশিয়াও।

Facebook Comments Box