ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ট্রাইব্যুনালে আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হলো Logo ভাঙ্গুড়া প্রেস ক্লাবের অবৈধ কমিটি বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান Logo মৌলভীবাজার পূজা উদযাপন পরিষদের সম্পাদক মহিম গ্রেপ্তার Logo পাবনার আমিনপুরে ইজিবাইক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ২ Logo সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া Logo সরকারি এডওয়ার্ড কলেজ সিওয়াইবির কমিটি গঠন Logo সৈয়দপুর বাসটার্মিনালে বেহাল অবস্থা, যাত্রীসাধারনের দুর্ভোগ Logo ‘ফ্যাসিবাদী বয়ান’ দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রেস সচিব Logo রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ Logo তিন দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ১ বার পঠিত

হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীতে আলাদা আলাদা স্থানে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকরা। বুধবার (২০ নভেম্বর) দয়াগঞ্জ ও আগারগাঁওয়ে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা।
বুধবার দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এ সময় পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তিনজন রিকশাচালককে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়ক ছাড়ার অনুরোধ করা হয়। তবে রিকশাচালকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
একই সময়ে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের প্রতিবাদে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনের চৌরাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারী চালকরা। প্রায় আধাঘন্টা ধরে চলে বিক্ষোভ।
পরে শতাধিক রিকশার একটি মিছিল চলে আসে মিরপুর রোডের প্রধান সড়কে। আগারগাঁও মেট্রো স্টেশন ঘুরে রিক্সার এই মিছিলটি চলে যায় শ্যামলী পর্যন্ত। সেখানে আগামীকালও আন্দোলনে নামার ঘোষণা দিয়ে মূল সড়ক ছেড়ে চলে যান চালকরা। তাদের দাবি, নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত পূনর্বিবেচনার দাবি তাদের।

এর আগে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশ দেয়া হয়েছে।
বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন সব প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। নগরীর মূলসড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিকশা।

Facebook Comments Box
ট্যাগস :

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০৬:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীতে আলাদা আলাদা স্থানে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকরা। বুধবার (২০ নভেম্বর) দয়াগঞ্জ ও আগারগাঁওয়ে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা।
বুধবার দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এ সময় পুলিশের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তিনজন রিকশাচালককে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়ক ছাড়ার অনুরোধ করা হয়। তবে রিকশাচালকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
একই সময়ে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের প্রতিবাদে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনের চৌরাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারী চালকরা। প্রায় আধাঘন্টা ধরে চলে বিক্ষোভ।
পরে শতাধিক রিকশার একটি মিছিল চলে আসে মিরপুর রোডের প্রধান সড়কে। আগারগাঁও মেট্রো স্টেশন ঘুরে রিক্সার এই মিছিলটি চলে যায় শ্যামলী পর্যন্ত। সেখানে আগামীকালও আন্দোলনে নামার ঘোষণা দিয়ে মূল সড়ক ছেড়ে চলে যান চালকরা। তাদের দাবি, নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত পূনর্বিবেচনার দাবি তাদের।

এর আগে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার এবং ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশ দেয়া হয়েছে।
বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন সব প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। নগরীর মূলসড়কের চেয়ে অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেশি। সুযোগ পেলে মূল সড়কেও দাপিয়ে বেড়ায় এসব রিকশা।

Facebook Comments Box