ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাজধানীতে চলন্ত প্রাইভেট কারের ওপর ভেঙে পড়ল গাছ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১৯ বার পঠিত

রাজধানীর বাংলামোটর এলাকায় একটি চলন্ত প্রাইভেট কারের ওপর গাছ ভেঙে পড়েছে। ছবি সংগৃহীত।

রাজধানীতে একটি চলন্ত প্রাইভেট কারের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে দুমড়েমুচড়ে গেছে প্রাইভেট কারটি। তবে কোনো হতাহতর ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার (২৮ মে) রাত ১০টার দিকে সোনারগাঁও সিগনাল থেকে বাংলামোটর বাসস্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সাদা রংয়ের প্রাইভেটকারের ওপর হুট করেই গাছটি ভেঙে পড়ে। এতে বিকট শব্দ হওয়ায় আশপাশে থাকা মানুষজন ভয় পেয়ে যায়। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির বলেন, একটি চলন্ত প্রাইভেট কারের ওপর হঠাৎ করেই গাছ ভেঙে পড়ে। বাতাসের কারণে গাছটি ভেঙে পড়েছে। সেই সময় কারে শুধু ড্রাইভার ছিলেন। তার শরীরে কোনো আঘাত লাগেনি। তবে প্রাইভেট কারটির উপরের অংশে একেবারে ভচকে গেছে।

খবর পেয়ে তেজগাঁও জোনের ফায়ার সার্ভিসের একটি টিম এসে রাত সাড়ে ১০টার দিকে প্রাইভেট কারের ওপর থেকে গাছটি সরিয়ে নেয় বলে জানান এসআই আব্দুল কাদির।

Facebook Comments Box
ট্যাগস :

রাজধানীতে চলন্ত প্রাইভেট কারের ওপর ভেঙে পড়ল গাছ

আপডেট সময় : ১১:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

রাজধানীতে একটি চলন্ত প্রাইভেট কারের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে দুমড়েমুচড়ে গেছে প্রাইভেট কারটি। তবে কোনো হতাহতর ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার (২৮ মে) রাত ১০টার দিকে সোনারগাঁও সিগনাল থেকে বাংলামোটর বাসস্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সাদা রংয়ের প্রাইভেটকারের ওপর হুট করেই গাছটি ভেঙে পড়ে। এতে বিকট শব্দ হওয়ায় আশপাশে থাকা মানুষজন ভয় পেয়ে যায়। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির বলেন, একটি চলন্ত প্রাইভেট কারের ওপর হঠাৎ করেই গাছ ভেঙে পড়ে। বাতাসের কারণে গাছটি ভেঙে পড়েছে। সেই সময় কারে শুধু ড্রাইভার ছিলেন। তার শরীরে কোনো আঘাত লাগেনি। তবে প্রাইভেট কারটির উপরের অংশে একেবারে ভচকে গেছে।

খবর পেয়ে তেজগাঁও জোনের ফায়ার সার্ভিসের একটি টিম এসে রাত সাড়ে ১০টার দিকে প্রাইভেট কারের ওপর থেকে গাছটি সরিয়ে নেয় বলে জানান এসআই আব্দুল কাদির।

Facebook Comments Box