রাঙামাটির তিন কেন্দ্রে ১২ ভোট, পাঁচ কেন্দ্রে শূন্য
- আপডেট সময় : ১২:০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ১০৪ বার পঠিত
রাঙামাটির তিনটি কেন্দ্রে ১২ ভোট পড়েছে আর পাঁচ কেন্দ্র ভোটশূন্য। পাহাড়ের প্রভাবশালী আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ভোট বর্জনের আহ্বানে ভোটাররা সাড়া দিয়েছে।
স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয় (মোট ভোটার ১৯৮১), ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (মোট ভোটার ২১২৯), নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় (মোট ভোটার ২২৪৩), বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয় (মোট ভোট ৫৮৩) এবং বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাননি কোনো ভোটার।
এই পাঁচ কেন্দ্রের পাশাপাশি সাজেকের আরও তিনটি কেন্দ্র বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৬টি, কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনটি এবং মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পড়েছে মাত্র তিন ভোট।
বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলফাজ উদ্দিন বলেন, ‘আমার কেন্দ্রটি দূর্গম এবং হেলিসর্টি। এ কেন্দ্রের ভোটার তিন হাজার ১৯২ জন। নিয়ম অনুসারে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চলে। তবে এ সময়ের মধ্যে কোনো ভোটার কেন্দ্রে আসেনি। কেন আসেনি আমরা জানি না।’
এক প্রশ্নের জবাবে প্রিজাইডিং অফিসার বলেন, ‘একটি অচেনা নম্বর থেকে আমাকে জানানো হয়, তারা ভোট বর্জন করেছে, তাই কেউ আসবে না। কে বা কারা বর্জন করেছে, তা আমি জানি না। পরিচয় জানতে চাইলে কিছু বলেননি তিনি।’
বাঘাইছড়ির সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ‘এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ ছিল না,কেউ কোনো অভিযোগ করেনি। তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না।’
বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, ‘আঞ্চলিক দল ইউপিডিএফের প্রভাবে ওই কেন্দ্রগুলোতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আমরা ওই সব এলাকায় প্রচারও করতে পারিনি।’
আয়তনে দেশের সবচে বড় উপজেলা বাঘাইছড়ির মোট ভোটার ৭৬ হাজার ৩৮৩ জন। ৩৯টি ভোটকেন্দ্রে এই উপজেলার ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচনে ৪৫ হাজার ৬০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটের ৬০.১০ শতাংশ। এর মধ্যে নৌকার দীপংকর তালুকদার পেয়েছেন ৪৪ হাজার ৯৭ ভোট। অন্য দুই প্রতিদ্বন্দ্বী সাংস্কৃতিক মুক্তি জোটের অমর কুমার দে ৩৪৭ এবং তৃণমূল বিএনপির মিজানুর রহমান পেয়েছেন ১৬৪ ভোট।