ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আওয়ামী দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে সরকার সফল হবে না: তারেক Logo স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয়: রিজভী Logo হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে যেভাবে ইসরায়েল খুঁজে বের করে হত্যা করেছে Logo সোনারগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর বৃদ্ধা মহিলার ঠাই হলো স্বামীর বসত ভিটায় Logo সোনারগাঁয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি হালট দখল করে বালু ভরাট Logo ‘সংস্কারের ধীর গতি’ ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, কী বলছেন উপদেষ্টারা? Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্যক্রম শুরু আজ Logo বাড়তে পারে ঈদ ও পূজার সরকারি ছুটি Logo আগামী বছর থেকে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন শুরু

যৌন হয়রানির অভিযোগ অস্বীকার ঢাবি শিক্ষক নাদির জুনাইদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৬১ বার পঠিত
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে তা অস্বীকার করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদ। নাদির জুনাইদ  জানান, জোরজবরদস্তি বা যৌন নিপিড়ন করলে সেটির তদন্ত চান তিনিও। দাবি করেন, ক্লাসে কড়াকড়ি ও নাম্বার কম দেয়ায় রোষানলে পড়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভালোর জন্য ক্লাসে কড়াকড়ি ও নাম্বার কম দেয়ায় এই আন্দোলনে নেমেছে কিছু শিক্ষার্থী। তদন্ত ছাড়া এবং অভিযোগ প্রমাণ হওয়ার আগেই যেসব গণমাধ্যম ছবি ব্যবহার করে খবর ছাপিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান এই অধ্যাপক।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, এ বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হবে। তার আগে উপ-উপাচার্য ও ট্রেজারারের সঙ্গে আলাপ করে প্রাথমিক সিদ্ধান্ত নিবেন তিনি। যদিও এই আশ্বাসে নারাজ আন্দোলনরত শিক্ষার্থীরা। ক্লাস বর্জন করে তারা অবস্থান নেয় অপরাজেয় বাংলার সামনে।

এর আগে, গেলো শনিবার এই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন বিশ্ববিদ্যায়েরই এক শিক্ষার্থী। এ বিষয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগও দেন তিনি।

লিখিত অভিযোগে ওই শিক্ষার্থীর দাবি, শিক্ষক নাদির জুনাইদ তাকে প্রায়ই অরুচিকর কথাবার্তা বলতেন। রাতে কল করে নানা যৌন ইঙ্গিতপূর্ণ কথাও বলতেন। শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাবও দিতেন।

গেলো, বুধবার (৭ ফেব্রুয়ারি) অধ্যাপক জুনাইদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কম নম্বর দেয়ার অভিযোগ তুলে উপাচার্যের কাছে লিখিত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একটি ব্যাচের ২৮ জন শিক্ষার্থী। অভিযোগপত্রে শিক্ষার্থীরা বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরীক্ষার ফল খারাপ করিয়ে দিয়েছেন এই শিক্ষক।

Facebook Comments Box
ট্যাগস :

যৌন হয়রানির অভিযোগ অস্বীকার ঢাবি শিক্ষক নাদির জুনাইদের

আপডেট সময় : ১০:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে তা অস্বীকার করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদ। নাদির জুনাইদ  জানান, জোরজবরদস্তি বা যৌন নিপিড়ন করলে সেটির তদন্ত চান তিনিও। দাবি করেন, ক্লাসে কড়াকড়ি ও নাম্বার কম দেয়ায় রোষানলে পড়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভালোর জন্য ক্লাসে কড়াকড়ি ও নাম্বার কম দেয়ায় এই আন্দোলনে নেমেছে কিছু শিক্ষার্থী। তদন্ত ছাড়া এবং অভিযোগ প্রমাণ হওয়ার আগেই যেসব গণমাধ্যম ছবি ব্যবহার করে খবর ছাপিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জানান এই অধ্যাপক।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, এ বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হবে। তার আগে উপ-উপাচার্য ও ট্রেজারারের সঙ্গে আলাপ করে প্রাথমিক সিদ্ধান্ত নিবেন তিনি। যদিও এই আশ্বাসে নারাজ আন্দোলনরত শিক্ষার্থীরা। ক্লাস বর্জন করে তারা অবস্থান নেয় অপরাজেয় বাংলার সামনে।

এর আগে, গেলো শনিবার এই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন বিশ্ববিদ্যায়েরই এক শিক্ষার্থী। এ বিষয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগও দেন তিনি।

লিখিত অভিযোগে ওই শিক্ষার্থীর দাবি, শিক্ষক নাদির জুনাইদ তাকে প্রায়ই অরুচিকর কথাবার্তা বলতেন। রাতে কল করে নানা যৌন ইঙ্গিতপূর্ণ কথাও বলতেন। শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাবও দিতেন।

গেলো, বুধবার (৭ ফেব্রুয়ারি) অধ্যাপক জুনাইদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কম নম্বর দেয়ার অভিযোগ তুলে উপাচার্যের কাছে লিখিত দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একটি ব্যাচের ২৮ জন শিক্ষার্থী। অভিযোগপত্রে শিক্ষার্থীরা বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরীক্ষার ফল খারাপ করিয়ে দিয়েছেন এই শিক্ষক।

Facebook Comments Box