যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদের সাঁথিয়ার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়াতা প্রদান
- আপডেট সময় : ১১:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ২০৭ বার পঠিত
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পাবনার সাঁথিয়ায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ৬৮ পাবনা-১ আসনের বিএনপি,র মনোনয়ন প্রত্যাশী মোঃ মাসুদুল হক মাসুদ সাঁথিয়া উপজেলার বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে শুক্রবার সন্ধারাতে সাঁথিয়া বারোয়ারী মন্দিরের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেন করেন।
এ সময় তিনি তাদেরকে নির্বঘ্নে উৎসব মুখর পরিবেশে পুজা উদযাপনের আহবান জানান। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফার বিষয়গুলি সবার মাঝে তুলে ধরেন। পরে পুজা উদযাপন নেতৃবৃন্দদের নিকট আর্থিক সহায়াতা প্রদান করেন। এ সময় তার সফর সঙ্গী ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আলী বিপ্লব, সদস্য সচিব মিজানুর রহমান বাবুল, যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম রাজা। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ আশিফ আল আলীম রাজিব যুবদল নেতা, মামুন হোসেন রাসেল, রাতুল ইসলাম রানা, মোঃ একতেশামুল হক রাজীব, মোঃ আব্দুল বাছেদ বাচ্চু , মোঃ বেলাল সরদার ,মোঃ আনিছুর রহমান, মোঃ হাবিবুর রহমান হাফিজসহ স্থানীয় বিএনপি ও তার অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।