ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৪৫ বার পঠিত

নিহত জিল্লুর রহমান শিমুল

যশোরে দুর্বৃত্তরা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে। স্বজনদের দাবি, স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে। একই সঙ্গে হত্যার পর দুই জনকে অস্ত্র হাতে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেছেন বলেও দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহতের নাম জিল্লুর রহমান শিমুল। তিনি ওই গ্রামের মোখলেসুর রহমানের ছেলে এবং চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্বজনরা জানান, শিমুল রাত গোবিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরেই তার ওপর হামলা হয়। চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারী এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় সেখান থেকে চিহ্নিত সন্ত্রাসী বুলবুলি ও নাঈমকে ধারালো অস্ত্র হাতে দেখা গেছে।

তারা জানান, শিমুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের দাবি, শিমুল স্থানীয় ইউপি চেয়ারম্যান দাউদ হোসেনের সঙ্গে থাকতো। তার প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার সঙ্গে বিরোধের জেরে এ হত্যা ঘটানো হয়েছে।
এ বিষয়ে যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যেই। জড়িতদের শনাক্ত ও আটকে কাজ শুরু হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

যশোরে দুর্বৃত্তরা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে। স্বজনদের দাবি, স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে। একই সঙ্গে হত্যার পর দুই জনকে অস্ত্র হাতে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেছেন বলেও দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহতের নাম জিল্লুর রহমান শিমুল। তিনি ওই গ্রামের মোখলেসুর রহমানের ছেলে এবং চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্বজনরা জানান, শিমুল রাত গোবিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরেই তার ওপর হামলা হয়। চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারী এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় সেখান থেকে চিহ্নিত সন্ত্রাসী বুলবুলি ও নাঈমকে ধারালো অস্ত্র হাতে দেখা গেছে।

তারা জানান, শিমুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদের দাবি, শিমুল স্থানীয় ইউপি চেয়ারম্যান দাউদ হোসেনের সঙ্গে থাকতো। তার প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার সঙ্গে বিরোধের জেরে এ হত্যা ঘটানো হয়েছে।
এ বিষয়ে যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যেই। জড়িতদের শনাক্ত ও আটকে কাজ শুরু হয়েছে।

Facebook Comments Box