ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মেম্বার-চেয়ারম্যানদের বেঁধে রাখার হুমকি দিলেন নৌকার প্রার্থী

নাটোর প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ২৯ বার পঠিত

মেম্বার-চেয়ারম্যানরা স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের পক্ষে ভোট চাইলে বেঁধে রাখার হুমকি দিয়েছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে বড়াইগ্রাম ইউনিয়নের জেলেপাড়া এলাকায় গণসংযোগকালে এই হুমকি দেন তিনি।

হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, নৌকা নিয়ে যে সমস্ত চেয়ারম্যান নির্বাচন করে বিজয়ী হয়েছেন, তারা যদি নৌকা বাদ দিয়ে ট্রাকের (স্বতন্ত্র প্রার্থীর প্রতীক) পক্ষে ভোট চাইতে আসেন, তাহলে তাদেরকে পিঠমোড়া করে বেঁধে রাখা হবে।
নৌকা নিয়ে মেম্বার-চেয়ারম্যান হয়ে অন্য প্রতীকে ভোট চাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
 
এ বিষয়ে আসনটিতে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সতন্ত্র প্রার্থী আসিফ আব্দুলাহ বিন কুদ্দুস শোভন বলেন, তাদের (নৌকা প্রতীকের) সমর্থকরা সাধারণ ভোটারদেরকে হুমকি-ধমকি দিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। যার কারণে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম হতে পারে।
 
তিনি বলেন, এতোদিন তার কর্মীসমর্থকরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে, এখন তিনি (সিদ্দিকুর রহমান পাটোয়ারী) প্রকাশ্যে হামলার জন্য উসকানি দিচ্ছেন।
তার এ বক্তব্য নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে লিখিত অভিযোগ দেবেন বলে জানান শোভন।

বিষয়টি নিয়ে কথা বলতে নৌকার প্রার্থী ও সংসদ সদস্য ড. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।
Facebook Comments Box
ট্যাগস :

মেম্বার-চেয়ারম্যানদের বেঁধে রাখার হুমকি দিলেন নৌকার প্রার্থী

আপডেট সময় : ০৯:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

মেম্বার-চেয়ারম্যানরা স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের পক্ষে ভোট চাইলে বেঁধে রাখার হুমকি দিয়েছেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে বড়াইগ্রাম ইউনিয়নের জেলেপাড়া এলাকায় গণসংযোগকালে এই হুমকি দেন তিনি।

হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, নৌকা নিয়ে যে সমস্ত চেয়ারম্যান নির্বাচন করে বিজয়ী হয়েছেন, তারা যদি নৌকা বাদ দিয়ে ট্রাকের (স্বতন্ত্র প্রার্থীর প্রতীক) পক্ষে ভোট চাইতে আসেন, তাহলে তাদেরকে পিঠমোড়া করে বেঁধে রাখা হবে।
নৌকা নিয়ে মেম্বার-চেয়ারম্যান হয়ে অন্য প্রতীকে ভোট চাওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
 
এ বিষয়ে আসনটিতে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সতন্ত্র প্রার্থী আসিফ আব্দুলাহ বিন কুদ্দুস শোভন বলেন, তাদের (নৌকা প্রতীকের) সমর্থকরা সাধারণ ভোটারদেরকে হুমকি-ধমকি দিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। যার কারণে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম হতে পারে।
 
তিনি বলেন, এতোদিন তার কর্মীসমর্থকরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে, এখন তিনি (সিদ্দিকুর রহমান পাটোয়ারী) প্রকাশ্যে হামলার জন্য উসকানি দিচ্ছেন।
তার এ বক্তব্য নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে লিখিত অভিযোগ দেবেন বলে জানান শোভন।

বিষয়টি নিয়ে কথা বলতে নৌকার প্রার্থী ও সংসদ সদস্য ড. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।
Facebook Comments Box