ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মেড ইন ইন্ডিয়ার সরকারকে জনগণ বর্জন করেছে: গয়েশ্বর চন্দ্র

হাজিগন্জ (চাঁদপুর)প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ১৪ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় বলেছেন, জাতীয় নির্বাচনে কেন্দ্রে কিছু গরু ছাগল দেখা গেছে, এবার তাও দেখা যায়নি। মাত্র ৭ শতাংশ ভোটার অংশ নিয়েছেন। আওয়ামী লীগের ভোটারও কেন্দ্রে যায়নি। কারণ দলের লোকেরাই আপনাকে বিশ্বাস করে না। তাই কেন্দ্রে না গিয়ে আওয়ামী লীগকে বর্জন করেছে।

তিনি বলেন, এ সরকার মেড ইন ইন্ডিয়া। আমরা সরকারকে বর্জন করেছি। দেশবাসীও সরকারকে বর্জন করেছে। এ সরকারের পতন এখন সময়ের দাবি।

শহিদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর রায় এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের মনে যে আগুন জ্বলছে তা নেভাতে পারবেন না। তাই দ্রুত সরে যান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রহিম পাটওয়ারীর পরিচালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিক, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রাজিউর রহমান রাজিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী প্রমুখ।

Facebook Comments Box
ট্যাগস :

মেড ইন ইন্ডিয়ার সরকারকে জনগণ বর্জন করেছে: গয়েশ্বর চন্দ্র

আপডেট সময় : ১২:০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় বলেছেন, জাতীয় নির্বাচনে কেন্দ্রে কিছু গরু ছাগল দেখা গেছে, এবার তাও দেখা যায়নি। মাত্র ৭ শতাংশ ভোটার অংশ নিয়েছেন। আওয়ামী লীগের ভোটারও কেন্দ্রে যায়নি। কারণ দলের লোকেরাই আপনাকে বিশ্বাস করে না। তাই কেন্দ্রে না গিয়ে আওয়ামী লীগকে বর্জন করেছে।

তিনি বলেন, এ সরকার মেড ইন ইন্ডিয়া। আমরা সরকারকে বর্জন করেছি। দেশবাসীও সরকারকে বর্জন করেছে। এ সরকারের পতন এখন সময়ের দাবি।

শহিদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর রায় এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের মনে যে আগুন জ্বলছে তা নেভাতে পারবেন না। তাই দ্রুত সরে যান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রহিম পাটওয়ারীর পরিচালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী, কাজী রফিক, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রাজিউর রহমান রাজিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী প্রমুখ।

Facebook Comments Box