সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধার মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ৪ বার পঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে মানহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সোমবার সকালে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।
রোববার মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
তার প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, “ইতোমধ্যেই পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে।”
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, আব্দুল হাইয়ের বিরুদ্ধে হত্যাসহ নয়টি মামলা রয়েছে।
এ সময় সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
Facebook Comments Box