মিয়ানমারে চলমান সংঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু-জলপাইতলী সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের বাহিনীর সংঘাতের গোলা, বোমা, মর্টারশেল এসে পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে। এতে দুই বাংলাদেশি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এমন অবস্থায় সীমান্তবর্তী পাঁচটি গ্রাম তুমব্রু বাজারপাড়া, কোনাপাড়া, মাঝেরপাড়া, ঘুমধুম পাড়া, জলপাইতলীর কয়েকশ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র এবং দূরদূরান্তের আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন।
জেলা প্রশাসনের উদ্যোগে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে আশ্রয় নিয়েছেন ২৮টি পরিবারের ১১৮ জন সদস্য। এ ছাড়া আত্মীয়-স্বজনের বাড়িতে চলে গেছে দেড় শতাধিক পরিবার।
বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘আজ বুধবার সকাল পর্যন্ত সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ তেমন শোনা যায়নি। শুনেছি আরাকান বিদ্রোহীরা মিয়ানমারের সীমান্তরক্ষীদের তুমব্রু, ঘুমধুম, ডেকুবুনিয়া তিনটি ক্যাম্পই দখল করে নিয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্তবাসীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে খোলা দুটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আতঙ্কিত লোকদের সরিয়ে নেওয়া হচ্ছে। গ্রাম প্রহরী ও আনসার বাহিনীর সদস্যরা এ কাজে সহযোগিতা করছেন। আশ্রয়কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য ও খাবার পানি সরবরাহ করা হচ্ছে।’
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘সীমান্তের সার্বিক পরিস্থিতি বিবোচনায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সীমান্ত এলাকায় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে খোলা হয়েছে অস্থায়ী দুটি আশ্রয়কেন্দ্র। সীমান্তবর্তী অতি ঝুঁকিপূর্ণ ২৫০টি পরিবারের মধ্যে ১৫০টি পরিবার ইতোমধ্যে আত্মীয়-স্বজনের বাসাবাড়িতে চলে গেছে। আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে ২৮টি পরিবার। অন্যদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে উদ্বুদ্ধ করা হচ্ছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীদের খাবার সরবরাহ করা হচ্ছে।’
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2024 সারাবেলার সংবাদ. All rights reserved.