সংবাদ শিরোনাম :
মিয়ানমারের মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২
বান্দরবন প্রতিবেদক
- আপডেট সময় : ১০:০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ১০৩ বার পঠিত
মিয়ানমারে চলমান তীব্র সংঘাতের মধ্যে দেশটি থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি নারী, অপরজন রোহিঙ্গা পুরুষ বলে জানা গেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঘুমধুম সীমান্তের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটেছে।
দুইজন নিহতের খবরটি শুনেছেন বলে জানিয়েছেন ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনও খবরটির সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক বিস্তারিত বলতে পারেননি তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বলেন, মিয়ানমারের ওপার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হলেন ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জলপাইতলীর বাদশা মিয়ার স্ত্রী ৫৫ বছরের হোসনে আরা। তাৎক্ষণিক অপর নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনি রোহিঙ্গা বলে জানা গেছে। হোসেনে আরার বাড়িতে শ্রমিকের কাজ করতে এসেছিলেন তিনি।
ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ান হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুপুরে ঘরে ভাত খাওয়ার সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে মর্টারশেল বিকট শব্দে এসে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) তীব্র সংঘর্ষ চলছে। এই সংঘর্ষের মধ্যে তাদের ছোড়া গুলিতে গত দুই দিনে অন্তত দুই বাংলাদেশি আহত হয়েছেন।
Facebook Comments Box