বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ ৩৩০ নাগরিককে দেশটির কাছে হস্তান্তর করা হলো। কক্সবাজারের ইনানীতে নৌবাহিনী ঘাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার রিজিয়নের তত্বাবধানে তাদেরকে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাদেরকে হস্তান্তর করা হয়। এর আগে ৭টা থেকে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বাসে তাদেরকে নেয়া হয় নৌবাহিনীর জেটিঘাটে। সেখানে পৌনে দশটার দিকে বিজিপির পুলিশ কর্নেল মিউ থুরা নাঙয়ের নেতৃত্বে বাহিনীটির ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল পৌঁছায়।
উভয় দেশের মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে তাদেরকে ফেরত নেয়া হচ্ছে। এজন্য মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ গভীর সমুদ্রে অবস্থান করছে। বাংলাদেশের পর্যটকবাহী জাহাজে করে আশ্রয়রত ৩৩০ জনকে নিয়ে ওই জাহাজে তুলে দেয়ার কথা।
প্রসঙ্গত, গত ৪ থেকে ৭ ফেব্রুয়ারি নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মিয়ানমারের ৩৩০ নাগরিক। পরে তারা বিজিবির কাছে অস্ত্রসমর্পণ করে।
সম্পাদক : মাহমুদ আনোয়ার হোসেন
নির্বাহী সম্পাদক : জুবায়ের রহমান চৌধুরী
বার্তা সম্পাদক : খালেকুজ্জামান পান্নু
বার্তা ও সম্পাদকীয় কার্যালয় : বাড়ি # ৬৩, সড়ক # ২১,
রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
বাণিজ্যিক কার্যালয় : গুলশান-বাড্ডা লিংক রোড, ঢাকা-১২১২।
ফোন : 01731-488397,01552381515, 01751345643
হোয়াটসএ্যাপ : 01826567123
Copyright © 2024 সারাবেলার সংবাদ. All rights reserved.