ঢাকা ০৯:২২ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় আড়াই শতাধিক বাংলাদেশিসহ ৫৬৭ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৩৯ বার পঠিত

আটক বিদেশী নাগরিক

মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরের বাংসারে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে আড়াই শতাধিক বাংলাদেশিসহ ৫৬৭ জন বিদেশী নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার নিউজ।

কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহশিন জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার রাত ১.১৫ মিনিটে বাংসারে আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে এই অভিযান শুরু করা হয় এবং প্রায় তিন ঘন্টা চলে। এলাকাটিতে বিদেশিদের আগমন সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে গোয়েন্দা সংগ্রহের পরেই এই অভিযান পরিচালনা হয় বলেও জানান তিনি।

ইমিগ্রেশনের পরিচালক আরও জানান, অপারেশনের সময় প্রায় ১ হাজার বিদেশীকে আটক করা হয়েছিল। এরমধ্যে বৈধ নথি না থাকাসহ বিভিন্ন অভিবাসন অপরাধের অভিযোগে ২৫২ বাংলাদেশি, ১৬৩ নেপালি, ৭৫ মায়ানমার নাগরিক, ৭২ ইন্দোনেশিয়ান, ফিলিপাইনের চার জন এবং একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছিল।

অপারেশনের পর তিনি সাংবাদিকদের বলেন, আটক বিদেশিদের সবার বয়স ৫৫ বছরের মধ্যে। আরও তদন্তের জন্য তাদেরকে বুকিত জলিলের অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

Facebook Comments Box
ট্যাগস :

মালয়েশিয়ায় আড়াই শতাধিক বাংলাদেশিসহ ৫৬৭ অভিবাসী আটক

আপডেট সময় : ০৫:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরের বাংসারে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে আড়াই শতাধিক বাংলাদেশিসহ ৫৬৭ জন বিদেশী নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার নিউজ।

কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক স্যামসুল বদরিন মহশিন জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার রাত ১.১৫ মিনিটে বাংসারে আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে এই অভিযান শুরু করা হয় এবং প্রায় তিন ঘন্টা চলে। এলাকাটিতে বিদেশিদের আগমন সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে গোয়েন্দা সংগ্রহের পরেই এই অভিযান পরিচালনা হয় বলেও জানান তিনি।

ইমিগ্রেশনের পরিচালক আরও জানান, অপারেশনের সময় প্রায় ১ হাজার বিদেশীকে আটক করা হয়েছিল। এরমধ্যে বৈধ নথি না থাকাসহ বিভিন্ন অভিবাসন অপরাধের অভিযোগে ২৫২ বাংলাদেশি, ১৬৩ নেপালি, ৭৫ মায়ানমার নাগরিক, ৭২ ইন্দোনেশিয়ান, ফিলিপাইনের চার জন এবং একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছিল।

অপারেশনের পর তিনি সাংবাদিকদের বলেন, আটক বিদেশিদের সবার বয়স ৫৫ বছরের মধ্যে। আরও তদন্তের জন্য তাদেরকে বুকিত জলিলের অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

Facebook Comments Box