ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মাকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করল ছেলে

পিরোজপুর প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ২১ বার পঠিত

আর্থিক নানা সংকট ও পারিবারিক বিরোধের কারণে পিরোজপুরের নাজিরপুরে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে যতিশ বালাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর এলাকায় জুতিকা বালা নামের এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত জুতিকা বালা (৫০) জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ণ বালার স্ত্রী।

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, এ ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর বড় ছেলে যতিশ বালাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে যতিশ তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে। অভিযুক্ত যতিশ স্বীকারোক্তিতে বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক নানা সংকট ও পারিবারিক বিরোধের কারণে তার মায়ের ওপরে ক্ষোভ ছিল তার। তাই পরিকল্পিতভাবে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে যতিশ।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী নারায়ণ বালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

Facebook Comments Box
ট্যাগস :

মাকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করল ছেলে

আপডেট সময় : ০২:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

আর্থিক নানা সংকট ও পারিবারিক বিরোধের কারণে পিরোজপুরের নাজিরপুরে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে যতিশ বালাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর এলাকায় জুতিকা বালা নামের এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত জুতিকা বালা (৫০) জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ণ বালার স্ত্রী।

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, এ ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর বড় ছেলে যতিশ বালাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে যতিশ তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে। অভিযুক্ত যতিশ স্বীকারোক্তিতে বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক নানা সংকট ও পারিবারিক বিরোধের কারণে তার মায়ের ওপরে ক্ষোভ ছিল তার। তাই পরিকল্পিতভাবে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে যতিশ।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী নারায়ণ বালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

Facebook Comments Box