ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ-ঢাকা বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ ব্যুরো
  • আপডেট সময় : ১১:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ৫৩ বার পঠিত

ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহণ মালিক সমিতির নেতা ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। এতে চরম দুর্ভোগে পড়েছে ঢাকাগামী যাত্রীরা। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী কয়েকটি এনা পরিবহণের বাস ছেড়ে এলেও পরে বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।

আজ সকাল ৭টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে। মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালটিতে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে।

মাসকান্দা বাসস্ট্যান্ডের ব্যবস্থাপক খোরশেদ আলম মালিক সমিতির নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবারও বাস চলাচল বন্ধ থাকতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে পরিবহণ মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৭ অক্টোবর ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

ময়মনসিংহ-ঢাকা বাস চলাচল বন্ধ

আপডেট সময় : ১১:১৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহণ মালিক সমিতির নেতা ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। এতে চরম দুর্ভোগে পড়েছে ঢাকাগামী যাত্রীরা। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী কয়েকটি এনা পরিবহণের বাস ছেড়ে এলেও পরে বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।

আজ সকাল ৭টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে। মাসকান্দা আন্তজেলা বাস টার্মিনালটিতে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে।

মাসকান্দা বাসস্ট্যান্ডের ব্যবস্থাপক খোরশেদ আলম মালিক সমিতির নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবারও বাস চলাচল বন্ধ থাকতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে পরিবহণ মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

সারাবেলার সংবাদ/ এমএএইচ/ ২৭ অক্টোবর ২০২৩

Facebook Comments Box