ভোলায় সাংবাদিক ইউনুছ শরীফের উপর হামলা, বিভিন্ন মহলের নিন্দা
- আপডেট সময় : ১০:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ ২ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;
ভোলায় আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক ইউনুছ শরীফের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক ইউনছ শরীফ গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে শহরের সদর রোডে এ ঘটনা ঘটে। প্রথমে তাকে ভোলা সদর হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
জানা গেছে, সম্প্রতি ঢাকায় ইজতেমা ময়দানে সা’দ ও জুবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ভোলা শহরের বরিশাইল্যা দালান সামনে জড়ো হয় তাবলীগ জামায়াতের লোকজন। এ সময় তাবলীগ জামায়াতের লোকজন কালিনাথ রায়ের বাজার, বাংলাস্কুল মোড় ও চক বাজার দিয়ে নতুন বাজার মোড় পর্যন্ত সড়কে বসে অবস্থান নেয়। বরিশাইল্যা দালান সম্মুখে তাবলীগ জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সেখানে জান। এ সময় ইউনুছ শরীফের সাথো তাবলীগ জামায়াতের কয়েকজন স্বেচ্ছাসেবকের সাথে ভুল বুঝাবুঝির মাধ্যমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাবলীগ জামায়াতের কয়েকজন স্বেচ্ছাসেবক ইউনুছ শরীফের উপর চড়াও হয়ে বে-ধরক মারধর করে। এরই মধ্যে তাবলীগ জামায়াতের রিয়াজ নামে এক সমর্থক ইউনুছ শরীফকে বাশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এর তার মাথার মাঝ খানে ফেটে যায়। এ সময় সাংবাদিক ছিদ্দিকুল্লাহ ছুটে এসে ইউনুছ শরীফকে সেইফ করে তাবলীগ জামায়াতের স্বেচ্ছাসেবকদেরকে শান্ত করার চেষ্টা করেন। রক্তাক্ত অবস্থায় ইউনুছ শরীফকে পাশ্ববর্তী এক দোকানে নেয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। সাংবাদিক ইউনুছ শরীফের উপর হামলার ঘটনাটি মূহুর্তের মধ্যে শহরে ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে ভোলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ তাকে দেখার জন্য ভোলা সদর হাসপাতালে ছুটে যান। ইউনুছ শরীফকে ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়।
এদিকে সাংবাদিক ইউনুছ শরীফের উপর হামলার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ, জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার জাকির হোসেন, সেক্রেটারী হারুন-অর-রশিদ, উপজেলা জামায়াতের আমির কামাল হোসেন, যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীন প্রমূখ। সকল সাংবাদিকগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
আহত আমার দেশ পত্রিকার সাংবাদিক ইউনুছ শরীফ বলেন, আমি নিউজ কভারেজের জন্য সমাবেশ স্থলের দিকে যাচ্ছিলাম। তখন বরিশাল দালানের সামনের পূর্ব পাশের ফুটপাতে কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছে। তখন দেখলাম ২জন লোক ফুটপাতের মধ্যে ফলের ঝুড়ি নিয়ে বসে সমাবেশ সুনতেছে। তখন আমি বললাম, ভাই ফুটপাত ছেড়ে দেন, মহিলারা দাঁড়িয়ে আছে। আপনারা যদি ফুটপাত দখল করে রাখেন তা হলে মানুষ চলাচল করতে কিভাবে। তখন এ কথা বলার সাথে সাথেই মাই ওয়ান শো-রুমে কাজ করে রিয়াজ নামের এক লোকের নেতৃত্বে আমার উপর হামলা চালায়। এ সময় তাবলীগ জামায়াতের লোকদের সাথে চরমোনাইর ছাত্রও ছিল। তাদের হাতে ছিল গাবের লাঠি, রড, পাইপ ইত্যাদি।
তিনি আরো বলেন, এটা কোন ইসলাম প্রতিষ্ঠার সমাবেশ হতে পারে না। এটা সন্ত্রাসীদের সমাবেশ। এটা যদি সন্ত্রাসীদের সমাবেশ না হয়, তা হলে তাদের হাতে লোহার রড, পাইপ, গাবের লাঠি থাকবে কেন। তারা জায়নামাজের মধ্যে লোহার রড, পাইপ, গাবের লাঠি পেচিয়ে নিয়ে সমাবেশ স্থলে এসেছে। আমি এ সকল সন্ত্রাসীদের উপযুক্ত বিচার চাই।
এ সময় উপজেলা জামায়াতের আমির কামাল হোসেন বলেন, সাংবাদিক ইউনুছ শরীফের হামলার ঘটনাটি অনাকাঙ্খিত। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তিসহ সুষ্ঠ সমাধান দাবী করছি।
ভোলা সদর হাপসালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার জাবেদ ইমরান বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত অভস্থায় সাংবাদিককে হাসপাতালে আনা হয়। আমরা তৎক্ষনিকভাবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা প্রদান করি। কিছুক্ষণ পর রোগীর অবস্থা অবনতির দিকে যাওয়ায় তাকে বরিশাল মেডিকেলের নিউরো সাইন্স বিভাগে পাঠিয়েছি।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ বলেন, যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখ জনক, এটা কোন ভাবেই কাম্য নয়। আমরা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে আমার দেশ পত্রিকার সাংবাদিক ইউনুছ শরীফের উপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বোলার সাংবাদিকগণ। মঙ্গলবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইন্ডিপেনডেন্ট টিভি প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, ভোলার বাণী’র সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহান, বাসস প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, ডিবিসি প্রতিনিধি এইচ এম জাকির, ইসলামিক টিভি প্রতিনিধি সুলাইমান, দেশ টিভি প্রতিনিধি ছোটন সাহা, খবর প্রতিনিধি বশির আহমেদসহ ভোলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।