ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় আরও পাঁচ ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ভোলা
  • আপডেট সময় : ১১:৩২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৫৬ বার পঠিত

ভোলা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করে পোস্ট দেওয়ায় ভোলায় ছাত্রলীগের আরও পাঁচ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের আদর্শ পরিপন্থি কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বহিষ্কৃতরা হলেন জেলার তজুমদ্দিন উপজেলা শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রলীগ সভাপতি খান মোহাম্মদ ইব্রাহিম, বোরহানউদ্দিন উপজেলা হাসান নগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তন্ময় হাসান রিয়াদ মীর, ৪ নম্বর কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পিকুরুল ইসলাম বাহার, দৌলতখান উপজেলা আবু আব্দুল্লাহপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির খুসরু জিহান ও ভোলা সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মিরাজ আফসান।

এর আগে গেল ১৯ আগস্ট দৌলতখান উপজেলা ছাত্রলীগের চার নেতাকর্মী একই কারণে বহিষ্কৃত হয়েছেন।

নামে প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের এক নেতা বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে যেসকল ছাত্রলীগ নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়েছেন, কেন্দ্রের নির্দেশে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সারাবেলার সংবাদ/ জেডআরসি/ ২৩ আগস্ট ২০২৩

Facebook Comments Box
ট্যাগস :

ভোলায় আরও পাঁচ ছাত্রলীগ নেতা বহিষ্কার

আপডেট সময় : ১১:৩২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

ভোলা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করে পোস্ট দেওয়ায় ভোলায় ছাত্রলীগের আরও পাঁচ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের আদর্শ পরিপন্থি কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বহিষ্কৃতরা হলেন জেলার তজুমদ্দিন উপজেলা শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রলীগ সভাপতি খান মোহাম্মদ ইব্রাহিম, বোরহানউদ্দিন উপজেলা হাসান নগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তন্ময় হাসান রিয়াদ মীর, ৪ নম্বর কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পিকুরুল ইসলাম বাহার, দৌলতখান উপজেলা আবু আব্দুল্লাহপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির খুসরু জিহান ও ভোলা সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মিরাজ আফসান।

এর আগে গেল ১৯ আগস্ট দৌলতখান উপজেলা ছাত্রলীগের চার নেতাকর্মী একই কারণে বহিষ্কৃত হয়েছেন।

নামে প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রলীগের এক নেতা বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে যেসকল ছাত্রলীগ নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়েছেন, কেন্দ্রের নির্দেশে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সারাবেলার সংবাদ/ জেডআরসি/ ২৩ আগস্ট ২০২৩

Facebook Comments Box