ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভারতে এমপি আনোয়ারুলের হত্যাকাণ্ড দুই রাষ্ট্রের কোনো বিষয় নয় : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ১২ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতে আমাদের দলের সংসদ সদস্যের মৃতদেহ পাওয়া গেছে। আমরা কূটনীতিক মিশনের মাধ্যমে এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতাকে আমাদের ডিবি পুলিশ আটক করেছে।
তিনি বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় কোনো বিষয় নয়। মূল হোতাকে ডিবি পুলিশ আটক করেছে। কলকাতা পুলিশ দুজনকে আটক করেছে। এটা দুই রাষ্ট্রের কোনো বিষয় না।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন- এটা পরিকল্পিত হত্যা। আমরা কলকাতা মিশনের মাধ্যমে খোঁজখবর রাখছি। এ বিষয়ে আর কিছু বলতে চাই না’

Facebook Comments Box
ট্যাগস :

ভারতে এমপি আনোয়ারুলের হত্যাকাণ্ড দুই রাষ্ট্রের কোনো বিষয় নয় : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতে আমাদের দলের সংসদ সদস্যের মৃতদেহ পাওয়া গেছে। আমরা কূটনীতিক মিশনের মাধ্যমে এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতাকে আমাদের ডিবি পুলিশ আটক করেছে।
তিনি বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় কোনো বিষয় নয়। মূল হোতাকে ডিবি পুলিশ আটক করেছে। কলকাতা পুলিশ দুজনকে আটক করেছে। এটা দুই রাষ্ট্রের কোনো বিষয় না।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন- এটা পরিকল্পিত হত্যা। আমরা কলকাতা মিশনের মাধ্যমে খোঁজখবর রাখছি। এ বিষয়ে আর কিছু বলতে চাই না’

Facebook Comments Box