ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়া বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১০২ বার পঠিত

ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ নেয়ার পরিমাণ বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম সাড়ে সাত মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের নেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৪ হাজার কোটি টাকা। এর মধ্যে শেষ দেড় মাসে ঋণ বেড়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে সরকারের ব্যাংক ঋণের এমন চিত্র এসেছে। সরকারের এ ঋণগ্রহণ মূলত বাণিজ্যিক ব্যাংকনির্ভর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি শেষে সরকারের ব্যাংক ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ৩৬০ কোটি টাকা। গত ৩০ জুন শেষে যা ছিল ৩ লাখ ৯৩ হাজার ৭৭৮ কোটি টাকা। এই হিসাবে অর্থবছরের সাড়ে সাত মাসে সরকারের নিট ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৫৮১ কোটি টাকা।

এদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত বছরের আগস্টের পর থেকে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়া কমেছে। আবার সঞ্চয়পত্র থেকেও কোনো ঋণ পাচ্ছে না সরকার। এমন পরিস্থিতিতে সরকারকে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে।

Facebook Comments Box
ট্যাগস :

ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়া বেড়েছে

আপডেট সময় : ০১:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ নেয়ার পরিমাণ বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম সাড়ে সাত মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের নেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৪ হাজার কোটি টাকা। এর মধ্যে শেষ দেড় মাসে ঋণ বেড়েছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে সরকারের ব্যাংক ঋণের এমন চিত্র এসেছে। সরকারের এ ঋণগ্রহণ মূলত বাণিজ্যিক ব্যাংকনির্ভর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি শেষে সরকারের ব্যাংক ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ৩৬০ কোটি টাকা। গত ৩০ জুন শেষে যা ছিল ৩ লাখ ৯৩ হাজার ৭৭৮ কোটি টাকা। এই হিসাবে অর্থবছরের সাড়ে সাত মাসে সরকারের নিট ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৫৮১ কোটি টাকা।

এদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত বছরের আগস্টের পর থেকে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়া কমেছে। আবার সঞ্চয়পত্র থেকেও কোনো ঋণ পাচ্ছে না সরকার। এমন পরিস্থিতিতে সরকারকে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে।

Facebook Comments Box