ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৪ বার পঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ আশরাফুল ইসলাম হত্যা মামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক আফজাল সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোঃ আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় গত ২২শে সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত চৌঠা অগাস্ট রাজধানীর মিরপুর-২ এলাকায় আশরাফুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে যোগ দেন।

মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনকে স্তব্ধ করার জন্য আন্দোলনরত ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে।

এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছোঁড়া গুলিতে মোঃ আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে।

গুলিবিদ্ধ আশরাফুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

Facebook Comments Box
ট্যাগস :

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ আশরাফুল ইসলাম হত্যা মামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক আফজাল সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোঃ আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় গত ২২শে সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত চৌঠা অগাস্ট রাজধানীর মিরপুর-২ এলাকায় আশরাফুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে যোগ দেন।

মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনকে স্তব্ধ করার জন্য আন্দোলনরত ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে।

এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছোঁড়া গুলিতে মোঃ আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পরে।

গুলিবিদ্ধ আশরাফুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

Facebook Comments Box